নাটোর জেলা দায়রা জজ আদালতের সামনে থেকে এডভোকেট মোঃ মোখলেছুর রহমান লিটন এর মুহুরী মোঃ পারভেজ রানা (৩৪) কে ১১ জানুয়ারী (শনিবার) বিকেল সাড়ে চারটার দিকে ৮ জন অপহরণকারীরা একটি মাইক্রোবাস যাহার রেজিষ্ট্রেশন নং – ঢাকা মেট্রো-চ- ১২-৪৮০৪ গাড়িতে ওই মুহুরীকে তুলে নিয়ে বগুড়ার দিকে যাওয়ার সময় জামতলী বাজার হতে বামিহাল বাজারের রাস্তায়,(বিনগ্রাম বাজার ও রাতাল বাজারের মাঝখানে) অন্য একটি গাড়ির সাথে এক্সিডেন্ট করে দ্রুত পালিয়ে যাওয়ার সময় উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে গেলে সন্ধ্যা ৬.৩০ মিনিটের দিকে স্থানীয় লোকজন মাইক্রোবাস আটক করে পুলিশ কে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিম পারভেজ রানাসহ ৪জন অপহরণ কারীদের আটক করে ও আরও ৪জন আসামি ঘটনাস্থল হতে পালিয়ে যায়। আটককৃত মাইক্রোবাস, ৪জন অপহরণ কারী ও ভিকটিম কি নিয়ে পুলিশ থানা যায় বলে জানান এলাকাবাসী।
অপহৃত পারভেজ রানা নাটোর সদর থানার ছাতনী ইউনিয়নের কেশবপুর গ্রামের মোঃ মোখছেদ আলীর ছেলে।
আটককৃত অপহরণকারীরা হলেন,
১। জিন্নাত আলী(৪৬)
পিতা মৃত আকরাম হোসেন
সাং-চার পাতুলী
থানা ও জেলা টাঙ্গাইল।
২। নুরুজ্জামান ওরফে মুক্তার হোসেন(৫০) পিতা- মৃত নুরুল ইসলাম সাং-নাটিয়াবাড়ি
থানা- আমিনপুর
জেলা- পাবনা।
৩। মোঃ রবিন হোসেন(২৪)
পিত- আসলাম সরকার
সাং- উত্তর হিজালতলী
থানা-কালিয়াকৈর
জেলা-গাজীপুর।
৪। মোঃ ফয়সাল (২০)
পিতা- অজ্ঞাত
সাং- শেওতা দক্ষিণপাড়া
থানা- কালিয়াকৈর
জেলা- গাজীপুর।
সিংড়া থানার তদন্ত (ওসি) রফিকুল ইসলাম বলেন, অচেতন অবস্থায় মাইক্রোবাস চালক, ভিকটিম ও অপহরণ কারী দুজন কে আটক করা হয়। আটককৃত অপহরণকারী দের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।