চট্টগ্রামের খুলশীতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা একব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টায় খুলশীর পাহাড়তলী ওয়ার্কসপ গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ঘরের মালিক সেনোয়ারা বেগমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানায় :তিন জন ভাড়াটে ঢাকা থেকে এসেছেন বলে তাঁকে জানিয়েছিলেন। তাঁরা নিজেদের পেশায় দিনমজুর বলে দাবি করেছিলেন তিন ব্যক্তি এক মাস আগে ঘরটি ভাড়া নেন। গত শনিবার থেকে ঘরটির দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ঘরের পার্শ্ববর্তী মানুষ ধারণা করছিল তাঁরা কোথাও বেড়াতে গেছেন। কিন্তু আশপাশের লোকজন ঘরটি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ আসেন পরে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।
পুলিশ সাংবাদিকদের জানান : তালাবদ্ধ ওই কক্ষের ভেতর থেকে দুর্গন্ধ পাচ্ছিল আশপাশের লোকজন। সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে মুখ ও হাত-পা বাঁধা ওই যুবকের লাশ উদ্ধার করে। তার মুখ ও হাত-পা লুঙ্গি এবং গামছা দিয়ে বাঁধা ছিল। ঘরের ভেতরে রক্তের চিহ্ন পাওয়া গেছে।
এই বিষয়ে খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন: খুলশীতে মুখে স্কচটেপ ও হাত-পা বাঁধা অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও লাশের নামপরিচয় জানা যায় নি। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।