অবশেষে হাইকোর্টের নির্দেশে রংপুরের বদরগঞ্জ পৌরসভায় কোটি টাকার ঠিকাদারী কাজের দুটি টেন্ডার স্থগিত করা হয়েছে ।পৌরসভার ঠিকাদারী টেন্ডারের অনিয়ম সংক্রান্ত বিভিন্ন পত্রপত্রিকায় একটি সংবাদ পকাশের পর মেমার্স তারিন কনট্রাকশনের স্বত্তাধিকারী সরওয়ার জাহান মানিক হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল কারার পর বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি কে,এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত মাননীয় হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চের শুনানি শেষে একটি রুল নিসি জারি করায় দুই মাসের জন্য ওই ট্রেন্ডার নোটিশ প্রক্রিয়া স্থগিত করা হয়। জানা যায়, গত বুধবার ২৫ডিসেম্বর (বড়দিন) সরকারী ছুটির দিনে দরপত্র বিক্রির শেষ তারিখ হওয়ায় লাইসেন্সধারী বৈধ অনেক ঠিকাদররা দরপত্র কিনতে এবং জমা দিতে না পেরে ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। সেইসাথে তারা এই অনিয়ম তান্ত্রিক টেন্ডার ড্রপ বাতিল করে পুনঃ টেন্ডারের দাবী তুলে ধরেন। এবিষয়ে গতকাল রবিবার হাইকোর্টে রিটপিটিশন দাখিকারী মেসার্স তারিন কন্সট্রাকশনের সত্ত¡াধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সরওয়ার জাহান মানিক বলেন, দীর্ঘদিন ধরে বদরগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ প্রতিটি টেন্ডারে অনিয়ম ও দুর্নীতি করে আসছে। সেখানে ইঞ্জিনিয়াংি সেকশনে দায়িত্বে থাকা নকশাকার আশরাফুজ্জামান লিটন স্থানীয় দাপট খাটিয়ে তার মনোপুত ঠিকাদারকে প্রতিটি কাজ দিয়ে থাকে। পৌরসভায় কখন এবং কবে টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করে পৌরসভা কর্তৃপক্ষ এই বিষয়ে আমাদেরকে কখনো অবগত করে না। তারা নিকোজিশনের মাধ্যমে প্রতিটি টেন্ডার তাদের মনোপুত ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়। তিনি আরো বলেন, আমি একজন প্রথম শ্রেণির লাইসেন্সধারী ঠিকাদার হওয়া সত্তে¡ও গত ১০ বছরে একটি কাজও পাইনি। পৌরসভায় কর্মরত জনৈক লিটন প্রতিবার অদৃশ্য খুঁটির জোরে তার মনোপুত ঠিকাদারকে সুকৌশলে পৌরসভার ঠিকাদারী কাজগুলো পাইয়ে দিয়েছে মর্মে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
এদিকে রংপুরের বদরগঞ্জ পৌরসভার ঠিকাদারী কাজের ওই দুটি টেন্ডার বাতিল করে পুনঃ টেন্ডারের দাবীতে রংপুরের বদরগঞ্জে অবস্থিত মেসার্স তারিন কনট্রাকশনের স্বত্তাধিকারী মোঃ সরওয়ার জাহান মানিককের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের বিজ্ঞ সিনিয়র এডভোকেট মোঃ নুরুল ইসলাম মাতাব্বর হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চে মাননীয় বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে,এম রাশেদুজ্জামান রাজা এর বেঞ্চ বদরগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের উপর রুল নিসি জারি করেন এবং ২মাসের জন্য ওই দুটি টেন্ডারের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
সংবাদ শিরোনাম ::
অবশেষে হাইকোর্টের নির্দেশে বদরগঞ্জ পৌরসভার ঠিকাদারী কাজের টেন্ডার স্থগিত
- নুরুন্নবী,ব্যুরো চিফ:
- আপডেট সময় ০৮:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- ৫১৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ