রংপুরের বদরগঞ্জে একতা ব্রিকস লিমিটেড ইটভাটার বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রবিবার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মলিহা খানম। অভিযান পরিচালনাকালে ইট ভাটার মালিক মোঃ মেনহাজুল ইসলাম পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ অন্যান্য বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
উল্লেখ্য, বদরগঞ্জ উপজেলার ৭০টি ইটভাটার মধ্যে অধিকাংশ ইটভাটার বৈধ কোন কাগজপত্র নেই। বেশিরভাগ ইটভাটার মালিকগণের প্রাতিষ্ঠানিক (ভাটার) বৈধ কাগজপত্র না থাকলেও তারা স্থানীয় প্রভাব খাটিয়ে কিংবা ইটভাটা মালিক সমিতির প্রত্যক্ষ মদদে দীর্ঘদিন ধরে বিভিন্ন নদীনালা, খালবিল খনন ও কৃষি জমির টপ সয়েল কেটে ইট তৈরি ও ইট পোড়াইকরন করে আসছে। এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ ইটভাটাগুলোতে অভিযান অব্যাহত রাখবেন বলে তিনি জানান।