বৃহস্পতিবার,২৩ জানুয়ারি দুপুর ২ঃ৩০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম রেজিষ্টার(ভারপ্রাপ্ত) ।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন প্রফেসর ড. তানভীর হায়দার মোহাম্মদ আরিফ (প্রক্টর, চবি) ।
অনুষ্ঠানে উপস্থিত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার পরিবার ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শহীদ ফরহাদ হোসেনের পরিবার। অনুষ্ঠানে প্রফেসর ডঃ মুহাম্মদ আনোয়ার হোসেন শহীদ দুই পরিবারকে ফুল ও সম্মাননা দিয়ে বরণ করে নেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্হিয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মুহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। এছাড়া অন্যান্য বিভাগের সম্মানীয় ডিনবৃন্দ, প্রভোস্ট বৃন্দ, সাধারণ শিক্ষার্থী, ও আন্দোলনে আহত শিক্ষার্থীরা ছিলেন।
অনুষ্ঠানে বক্তৃতা রাখেন শহিদ ফরহাদ হোসেনের পিতা জনাব গোলাম মোস্তফা বক্তৃতার এক পর্যায়ে তিনি সন্তানের আকুল মায়ায় কান্নায় ভেঙে পড়েন। বক্তৃতা রাখেন শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার পিতা শ্রী রতন চন্দ্র তরুয়া। সন্তানের বীরত্ব নিয়ে গর্ব করে,প্রশাসনকে তাদের পাশে থাকার অনুরোধ করেন।
অনুষ্ঠানে বক্তৃতায় সাধারণ শিক্ষার্থীরা দাবি করেন আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে,আর্থিক সহায়তা প্রদান করতে এবং বিশ্ববিদ্যালয়ে শহীদদের স্মৃতিস্তম্ভ গেঁথে রাখতে। এরই প্রেক্ষিতে প্রশাসন আশ্বাস দেয় আহত শিক্ষার্থীদের নানা সুযোগ-সুবিধা নিশ্চিত ও শহীদদের মর্যাদা দিয়ে ক্যাম্পাসে তাদের বীরত্ব ধরে রাখবে।
অনুষ্ঠানের শেষে জুলাই আগস্ট আন্দোলনের আহত ও শহীদদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।