চট্টগ্রামের মীরসরাই উপজেলার দুটি ইউনিয়নের প্রায় শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দি। সামান্য বৃষ্টিতে বসতঘর পানি তলিয়ে যায় তাদের। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টির এমন জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের।
জানা যায়, নগরীর করেরহাট ইউনিয়নের বাজারসংলগ্ন এলাকা এবং জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার শিকার হচ্ছেন। তবে বারবার বলেও প্রশাসনের কাছে কোনো সমাধান পাননি তারা।
স্থানীয়রা বলছেন, খাল ভরাট করে দোকানপাট করার কারণে এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের পর থেকে এই সংকট আরও তীব্র হয়েছে। এখন তাদের বসতবাড়ি পানিতে তালিয়ে আছে। রান্না করে খাওয়ারও কোনো উপায় নেই তাদের। বিষয়টি নিয়ে একাধিকার স্থানীয় প্রশাসনের কাছে গেলেও কোনো সমাধান পাননি তারা।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান করিম মাস্টার বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তিনি সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন।
এছাড়া উপজেলার করেররহাট ইউনিয়নের সরকারতালুক গ্রামের শতাধিক পরিবার প্রায় ১৫ দিন ধরে পানিবন্দি। যাতায়াতের একমাত্র সড়কটিও পানিতে নিমজ্জিত।
এ বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, দুর্ভোগের কথা শুনে আমি সরেজমিন দেখে আসছি। সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ড্রেনের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হবে বলে জানান তিনি।