কানাডার ক্যালগারিতে প্লেন বিধ্বস্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে।
ক্যালগারির পশ্চিমের পাহাড়ি অঞ্চল কানানাস্কিস কান্ট্রিতে প্লেনটি বিধ্বস্ত হয়।
শনিবার (২৯ জুলাই) রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এ তথ্য জানিয়েছে।
আরসিএমপি জানিয়েছে, পাঁচজন যাত্রী ও একজন পাইলটসহ প্লেনটি শুক্রবার রাতে স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর ছেড়ে ব্রিটিশ কলাম্বিয়ার সালমন আর্মের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে প্লেনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্কোয়াড্রন দুর্ঘটনাস্থলের খোঁজ পায়। দেখা যায়, বিমানে থাকা ছয়জনই মারা গেছেন।
তবে নিহতদের নাম-পরিচয় জানায়নি আরসিএমপি।
আরসিএমপির স্টাফ সার্জেন্ট রায়ান সিঙ্গেলটন বলেছেন, পাহাড়ি এলাকার কারণে পাইলট ও যাত্রীদের মৃতদেহ উদ্ধার করা খুবই চ্যালেঞ্জিং ছিল। তবে, ছয়টি মরদেহই সফলভাবে উদ্ধার করা হয়েছে।
সিঙ্গেলটন বলেন, কানাডার ট্রান্সপোর্ট সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করছে।