পার্বতীপুরের মধ্যপাড়ায় পুর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তির ৫লক্ষাধিক টাকার আমগাছ কর্তন করেছে প্রতিপক্ষরা। গত শুক্রবার (১০জানুয়ারি) রাত সাড়ে ১১টায় পাথরখনি সংলগ্ন খাগড়াবন্দ নাউয়ার ডোবা এলাকায় এঘটনা ঘটে। এব্যপারে জমির মালিক বাদী হয়ে ৫জন ব্যক্তিকে অভিযুক্ত করে পার্বতীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ শাহ পাড়া গ্রামের মৃত আব্দুল মাবুদ শাহ্র ছেলে মোঃ নজমুল হক শাহ্ তার মায়ের হেবা দলিল মুলে পাওয়া ৫০শতাংশ সম্পত্তি দীর্ঘ ৩৩বছর ধরে ভোগ দখল করে আসছে। তিনি ওই জমিতে হাড়িভাঙ্গা জাতের আম গাছ রোপন করেন। পরিপুর্ন বয়সী গাছগুলো দেখাশোনা করে নাউয়ার ডোবা গ্রামের আক্কাস আলী। কিন্তু সম্প্রতিকালে ওই জমির মালিকানা দাবী করে খাগড়াবন্দ লাল কুড়ারপাড়া গ্রামের নুরু শাহ্ ছেলে নাসিমুল ইসলাম গং। তারা প্রায় সময় জমিতে গিয়ে আমগাছ কাটার হুমকী দেয়। গত শুক্রবার রাতে প্রতিপক্ষরা সকলে মিলে দা কুড়াল করাত নিয়ে বাগানে এসে পরিপুর্ন বয়সী ৩৬টি আমগাছ কর্তন করে। এসময় কেয়ারটেকা আক্কাস আলী গাছ কর্তনের বিষয়টি টের পেয়ে ঘটন্তলে গিয়ে বাধা বাধা প্রদান করলে প্রতিপক্ষরা তাকে মারপিট করার জন্য উদ্যত হয় এবং তাকে প্রাণনাশের হুমকী দেয়। কর্তনকৃত আমগাছের আনুমানিক মুল্য ৫লক্ষ ৪০হাজার টাকা। পরে জমির মালিক ৯৯৯নাম্বারে ফোন দিলে মধ্যপাড়া তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়।
এবিষয়ে গতকাল রবিবার জমির মালিক মোঃ নজমুল হক শাহ্ বলেন, গাছ কাটার ঘটনায় আমি বাদী হয়ে ৫জনকে অভিযুক্ত করে পার্বতীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তরা হলো নাসিমুল ইসলাম, মোঃ নুর আলম ওরফে জেল বাবু, নুরুজ্জামান, মেহেদী হাসান ও রুহুল আমিনকে অভিযুক্ত করে পার্বতীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সংবাদ শিরোনাম ::
পুর্ব শত্রুতার জের ধরে ৫ লক্ষাধিক টাকার আম গাছ কর্তন থানায় অভিযোগ
- নুরুন্নবী ,ব্যুরো চিফ:
- আপডেট সময় ০৩:১৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- ৫০১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ