ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সরকার সিরিয়াকে মাদক উৎপাদনের খামার এবং এই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) অস্থিতিশীলতার উৎসে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির দক্ষিণ ডেনিজলি প্রদেশে তার দলের অষ্টম প্রাদেশিক কংগ্রেসে বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, এ সময় এরদোগান ১৩ বছরের সিরিয়ার সংঘাতের সময় আসাদ সরকারের পদক্ষেপের নিন্দা করেছেন। তিনি বলেন, ‘অত্যাচারী আসাদ এবং তার চক্র সিরিয়াকে একটি বিশাল মাদক উৎপাদন খামারে পরিণত করেছে, দেশটিকে মাদক ও নিপীড়নের কেন্দ্রে পরিণত করেছে।’
এছাড়াও সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আরও শক্তিশালী করার জন্য আন্তর্জাতিক নেতাদেরও সমালোচনা করে এরদোগান বলেন, ‘দায়েশ (আইএসআইএস)- এর বিরুদ্ধে লড়াইয়ের আড়ালে, বিদেশি শক্তিগুলো পিকেকে (সন্ত্রাসী গোষ্ঠী) এবং এর সহযোগীদের হাজার হাজার ট্রাক অস্ত্র সরবরাহ করেছে। এই অস্থিরতা সন্ত্রাসী হামলাকে ইন্ধন দিয়েছে এবং আমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।’
তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ‘সিরিয়ার মুক্তি কেবল লাখ লাখ সিরীয়দের জন্য নয়, তুরস্কের জন্যও স্বস্তি এনেছে। কারণ সিরিয়ার সঙ্গে আমাদের ৯১১ কিলোমিটার (৫৬৬ মাইল) সীমান্ত রয়েছে। আমরাও সংঘাতের প্রত্যক্ষ পরিণতি মোকাবিলা করেছি।’
তুরস্ক বাস্তুচ্যুত সিরীয়দের তাদের মাতৃভূমিতে নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন এরদোগান।