সিলেটের গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপ -এর নতুন অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিও পালিত হয়।
শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ৩ ঘটিকায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের পরিত্যক্ত একটি ভবনে ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: সাইদুল ইসলাম।
উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি হিফজুর রহমান খানের সভাপতিত্বে ও এসআরএম মারুফ হোসেনের সঞ্চালনায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাব ইউনিট লিডার নুরুল হুদা, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক আমিরুল ইসলাম, ছাত্রনেতা মারজানুল আযহার জুনেদ ও শাওন প্রমুখ।
এ সময় মুক্ত স্কাউট গ্রুপ সিলেট জেলা প্রশাসন আয়োজিত জাফলং-পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা রাখায় প্রত্যেক সদস্যের হাতে সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।