শনিবার (১১ই জানুয়ারি ২০২৫ খ্রি:) রাজধানী মিরপুর মধ্য পাইকপাড়ায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ২টি প্যানেলে ২৫টি পদের বিপরীতে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৫৫৪ জন।
নোমানী – শাহাজ পরিষদে সভাপতি পদে আবু জামাল মোঃ কুতুবুল ইসলাম নোমানী, সহ-সভাপতি পদে মহিউদ্দিন আহাম্মদ ও মুহাম্মদ আবদুল হক, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শাহাজ উদ্দিন আহামেদ সহ ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
আরেকটি প্যানেল কাওছার – জাবেদ পরিষদে সভাপতি পদে এ. এল. এম. কাওছার আহম্মদ, সহ-সভাপতি পদে মোঃ ওয়াজি উল্যাহ ও মোঃ সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মোঃ জাবেদ ইকবাল সহ ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থীরা বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন করব।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর উন্নয়ন করবে এটাই আমাদের প্রত্যশা।
এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রাজ্জাক বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহলে রয়েছেন।