চীনে শক্তিশালী টাইফুন ‘তালিম’ আঘাত হেনেছে। সোমবার (১৭ জুলাই) দেশটির গুয়ানডং প্রদেশে টাইফুনটি আঘাত হানে।
‘তালিম’ চলতি বছরে চীনে আঘাত হানা চতুর্থ টাইফুন। উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল)।
এদিকে ঝড়ের কারণে উপকূলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড বাতাস ও বৃষ্টির কারণে শত শত ফ্লাইট-ট্রেন বাতিল করা হয়েছে।
ভিয়েতনামেও আঘাত হেনেছে টাইফুন ‘তালিম’। দেশটি বলেছে, কুয়াং নিন এবং হাই ফং অঞ্চল থেকে প্রায় ৩০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের আবহাওয়া প্রশাসন বলছে, টাইফুনটি মঙ্গলবার সকালের মধ্যে গতি হারাতে পারে। পরে বুধবার উত্তর ভিয়েতনামের ওপর দুর্বল হয়ে আছড়ে পড়তে পারে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, গুয়াংডং থেকে যাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে আট হাজারেরও বেশি মৎসজীবী রয়েছে। তাদের উপকূলে নিয়ে আসা হয়েছে।