প্রায় আট বছর ধরে চলা ইয়েমেনের গৃহযুদ্ধ বন্ধে আলোচনা শুরু করেছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীরা। যুদ্ধ বন্ধের অংশ হিসেবে দুই পক্ষ নিজেদের মধ্যে বন্দি বিনিময়ে সম্মত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব।
ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) থেকে বন্দি বিনিময় শুরু হবে এবং এটি টানা তিনদিন চলবে।
এই কর্মকর্তা আরও জানিয়েছেন, সব মিলিয়ে দুই পক্ষ প্রায় ৯০০ বন্দি বিনিময় করবে।
আরব উপদ্বীপের সবচেয়ে গরীব দেশ ইয়েমেনে ২০১৫ সালে গৃহযুদ্ধ বেধে যায়। ওই বছর ইরানপন্থি শিয়া সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে। তাদের সরিয়ে দিতে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের ওপর হামলা চালানো শুরু করে।
এ গৃহযুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ মারা গেছেন। এছাড়া জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধের কারণে বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ে পড়েছেন ইয়েমেনের মানুষ।
বন্দি বিনিময়ের প্রধান আলোচক ও সরকারি প্রতিনিধি দলের মুখপাত্র মাজিদ ফাদায়েল জানিয়েছেন, সৌদি ও ইয়েমেনের বিভিন্ন শহরে এ বন্দি বিনিময় হবে।
চুক্তি অনুযায়ী, হুথি বিদ্রোহীরা ১৮৪ বন্দিকে ছেড়ে দেবে। যার মধ্যে রয়েছে সৌদি এবং সুদানের নাগরিকরা। অপরদিকে ইয়েমেনের সরকারি বাহিনী ৭০৬ বন্দিকে মুক্তি দেবে।
মাজিদ ফাদায়েল এক টুইটে বলেছেন, ‘বন্দি বিনিময় কার্যক্রম বাস্তবায়নে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন।’
এদিকে সৌদি আরব ও ইরান পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার ঘোষণা দেওয়ার কয়েকদিন পরই বন্দি বিনিময় চুক্তিটি হয়। এছাড়া গত সপ্তাহে সৌদি আরবের একটি প্রতিনিধি দল ইয়েমেনে যায়।