ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুর্ব শত্রুতার জের ধরে ৫ লক্ষাধিক টাকার  আম গাছ কর্তন থানায় অভিযোগ রাজবাড়ীতে জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন তজুমদ্দিনে র‍্যাবের অভিযানে শিশু বলাৎকার মামলার মূল হোতা আটক হিসাব রক্ষক আলাউদ্দিনের এক যুগের দুর্নীতি ঘোচাবে কে? গণপূর্তে সন্ত্রাসীদের দ্বারা সিন্ডিকেট গড়েছেন নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিকল্পনা শিল্পঘাতক: আইইএফ দেশীয় সিগারেট শিল্প বৈষম্যের শিকার জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান ‘নিত্যপণ্যে ভ্যাট বসিয়ে ফ্যাসিস্টের রাস্তায় হাঁটছে সরকার’

বাইডেনের সফরের আগে উত্তর আয়ারল্যান্ডে পেট্রোল বোমা হামলা

উত্তর আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই সফরের ঠিক আগে সেখানকার পুলিশের গাড়িকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ‘গুড ফ্রাইডে’ চুক্তির ২৫ বছরপূর্তি উপলক্ষে অঞ্চলটিতে সফর করবেন তিনি।

অবশ্য বাইডেনের এই সফর ঘিরে উত্তর আয়ারল্যান্ডে আগেই সহিংসতার আশঙ্কা করা হয়েছিল। মঙ্গলবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বেলফাস্ট সফরের একদিন আগে পুলিশের গাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার পুলিশ জানিয়েছে, লন্ডনডেরিতে গুড ফ্রাইডে শান্তি চুক্তির বিরোধিতা করে আয়োজিত একটি সমাবেশ থেকে বেশ কয়েকজন মুখোশধারী ব্যক্তি পুলিশের গাড়িতে পেট্রোল বোমা ও অন্যান্য বস্তু দিয়ে হামলা চালায়।

রয়টার্সের একটি ছবিতে দেখা গেছে, ক্রেগগানের প্রধানত আইরিশ জাতীয়তাবাদী এলাকায় চার যুবক পুলিশের একটি সাঁজোয়া গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করছে। ওই গাড়ির একপাশ পুরোপুরি আগুনে আচ্ছাদিত অবস্থায় রয়েছে।

হামলাকারী ওই যুবকরা কিছুক্ষণ পরেই ছত্রভঙ্গ হয়ে যায় এবং কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

ডেরি সিটি অ্যান্ড স্ট্রাবেন এরিয়া চিফ সুপারিনটেনডেন্ট কমান্ডার নাইজেল গডার্ড বলেছেন, ‘আমরা আজ বিকেলে ক্রেগগানে যা দেখেছি তা অবিশ্বাস্যভাবে হতাশাজনক। আইনগত দায়িত্ব পালনের জন্য ওই এলাকায় উপস্থিত আমাদের অফিসারদের ওপর এটি ছিল অনর্থক এবং বেপরোয়া আক্রমণ।’

তিনি বলেন, পুলিশ এ বিষয়ে প্রমাণ সংগ্রহের কাজ করছে এবং হাতে পাওয়া ফুটেজকে এখন ২০০০ সালের সন্ত্রাস আইনের অধীনে সম্ভাব্য অপরাধের তদন্তের অংশ হিসাবে পর্যালোচনা করা হবে।

উত্তর আয়ারল্যান্ডে ক্যাথলিক ও প্রোটেস্টান্ট সম্প্রদায়ের মধ্যে প্রায় তিন দশকের উত্তেজনা ও সহিংসতা  বন্ধ করতে ২৫ বছর আগে ‘গুড ফ্রাইডে’ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। প্রায় ৩ হাজার ৫০০ মানুষ সেই সংঘাতের বলি হয়েছিলেন।

সোমবার সেই গুড ফ্রাইডে চুক্তি স্বাক্ষরের ২৫ তম বার্ষিকী ছিল। যদিও শান্তির বিরোধিতাকারী ছোট গোষ্ঠীগুলো এখনও কিছু বিক্ষিপ্ত সহিংসতা চালিয়ে যাচ্ছে।

গত মাসে ব্রিটেনের এমআই ফাইভ গোয়েন্দা সংস্থার এক রিপোর্ট অনুযায়ী, উত্তর আয়ারল্যান্ডে সন্ত্রাসবাদের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। অদূর ভবিষ্যতেই সহিংসতা শুরু হতে পারে বলে সংস্থাটি আশঙ্কা করছে। এমনকি বাইডেনের সফরের সময়েও হামলার আশঙ্কা দূর করা যাচ্ছে না।

রয়টার্স বলছে, ব্রিটেনের এমআই ফাইভ গোয়েন্দা সংস্থা গত মাসের শেষের দিকে উত্তর আয়ারল্যান্ডে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের বিষয়ে হুমকির মাত্রা বাড়িয়েছে। এর মানে সেখানে আক্রমণের সম্ভাবনা খুবই বেশি।

প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বেলফাস্টে পৌঁছানোর কথা রয়েছে। সফরে তিনি বেলফাস্ট বিশ্ববিদ্যালয়ে একটি ভাষণও দেবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুর্ব শত্রুতার জের ধরে ৫ লক্ষাধিক টাকার  আম গাছ কর্তন থানায় অভিযোগ

বাইডেনের সফরের আগে উত্তর আয়ারল্যান্ডে পেট্রোল বোমা হামলা

আপডেট সময় ০১:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

উত্তর আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই সফরের ঠিক আগে সেখানকার পুলিশের গাড়িকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ‘গুড ফ্রাইডে’ চুক্তির ২৫ বছরপূর্তি উপলক্ষে অঞ্চলটিতে সফর করবেন তিনি।

অবশ্য বাইডেনের এই সফর ঘিরে উত্তর আয়ারল্যান্ডে আগেই সহিংসতার আশঙ্কা করা হয়েছিল। মঙ্গলবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বেলফাস্ট সফরের একদিন আগে পুলিশের গাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার পুলিশ জানিয়েছে, লন্ডনডেরিতে গুড ফ্রাইডে শান্তি চুক্তির বিরোধিতা করে আয়োজিত একটি সমাবেশ থেকে বেশ কয়েকজন মুখোশধারী ব্যক্তি পুলিশের গাড়িতে পেট্রোল বোমা ও অন্যান্য বস্তু দিয়ে হামলা চালায়।

রয়টার্সের একটি ছবিতে দেখা গেছে, ক্রেগগানের প্রধানত আইরিশ জাতীয়তাবাদী এলাকায় চার যুবক পুলিশের একটি সাঁজোয়া গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করছে। ওই গাড়ির একপাশ পুরোপুরি আগুনে আচ্ছাদিত অবস্থায় রয়েছে।

হামলাকারী ওই যুবকরা কিছুক্ষণ পরেই ছত্রভঙ্গ হয়ে যায় এবং কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

ডেরি সিটি অ্যান্ড স্ট্রাবেন এরিয়া চিফ সুপারিনটেনডেন্ট কমান্ডার নাইজেল গডার্ড বলেছেন, ‘আমরা আজ বিকেলে ক্রেগগানে যা দেখেছি তা অবিশ্বাস্যভাবে হতাশাজনক। আইনগত দায়িত্ব পালনের জন্য ওই এলাকায় উপস্থিত আমাদের অফিসারদের ওপর এটি ছিল অনর্থক এবং বেপরোয়া আক্রমণ।’

তিনি বলেন, পুলিশ এ বিষয়ে প্রমাণ সংগ্রহের কাজ করছে এবং হাতে পাওয়া ফুটেজকে এখন ২০০০ সালের সন্ত্রাস আইনের অধীনে সম্ভাব্য অপরাধের তদন্তের অংশ হিসাবে পর্যালোচনা করা হবে।

উত্তর আয়ারল্যান্ডে ক্যাথলিক ও প্রোটেস্টান্ট সম্প্রদায়ের মধ্যে প্রায় তিন দশকের উত্তেজনা ও সহিংসতা  বন্ধ করতে ২৫ বছর আগে ‘গুড ফ্রাইডে’ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। প্রায় ৩ হাজার ৫০০ মানুষ সেই সংঘাতের বলি হয়েছিলেন।

সোমবার সেই গুড ফ্রাইডে চুক্তি স্বাক্ষরের ২৫ তম বার্ষিকী ছিল। যদিও শান্তির বিরোধিতাকারী ছোট গোষ্ঠীগুলো এখনও কিছু বিক্ষিপ্ত সহিংসতা চালিয়ে যাচ্ছে।

গত মাসে ব্রিটেনের এমআই ফাইভ গোয়েন্দা সংস্থার এক রিপোর্ট অনুযায়ী, উত্তর আয়ারল্যান্ডে সন্ত্রাসবাদের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। অদূর ভবিষ্যতেই সহিংসতা শুরু হতে পারে বলে সংস্থাটি আশঙ্কা করছে। এমনকি বাইডেনের সফরের সময়েও হামলার আশঙ্কা দূর করা যাচ্ছে না।

রয়টার্স বলছে, ব্রিটেনের এমআই ফাইভ গোয়েন্দা সংস্থা গত মাসের শেষের দিকে উত্তর আয়ারল্যান্ডে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের বিষয়ে হুমকির মাত্রা বাড়িয়েছে। এর মানে সেখানে আক্রমণের সম্ভাবনা খুবই বেশি।

প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বেলফাস্টে পৌঁছানোর কথা রয়েছে। সফরে তিনি বেলফাস্ট বিশ্ববিদ্যালয়ে একটি ভাষণও দেবেন।