ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুর্ব শত্রুতার জের ধরে ৫ লক্ষাধিক টাকার  আম গাছ কর্তন থানায় অভিযোগ রাজবাড়ীতে জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন তজুমদ্দিনে র‍্যাবের অভিযানে শিশু বলাৎকার মামলার মূল হোতা আটক হিসাব রক্ষক আলাউদ্দিনের এক যুগের দুর্নীতি ঘোচাবে কে? গণপূর্তে সন্ত্রাসীদের দ্বারা সিন্ডিকেট গড়েছেন নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিকল্পনা শিল্পঘাতক: আইইএফ দেশীয় সিগারেট শিল্প বৈষম্যের শিকার জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান ‘নিত্যপণ্যে ভ্যাট বসিয়ে ফ্যাসিস্টের রাস্তায় হাঁটছে সরকার’

গোপনে রাশিয়াকে অস্ত্র দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্রের এই ‘বন্ধু দেশ’

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ইউক্রেনকে রক্ষায় এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। সঙ্গে তারা একত্রিত করে নিজেদের মিত্র দেশগুলোকেও। তবে কয়েকদিন আগে ফাঁস হওয়া গোপন নথি থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের খুবই কাছে বন্ধু দেশ, মিসর, রাশিয়াকে গোপনে অস্ত্র দিতে চেয়েছিল।

সোমবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

ফাঁস হওয়া ওই নথিতে বলা হয়েছে, মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি তার অধীনস্তদের ৪০ হাজার রকেট তৈরি এবং সেগুলো গোপনে রাশিয়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি তারিখের ওই নথিতে প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এতে রাশিয়ায় অস্ত্র এবং গানপাউডার পাঠানোর পরিকল্পনার কথা বলা হয়েছে। সিসি তার সেনা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন, ‘পশ্চিমা দেশগুলোর সঙ্গে সমস্যা এড়াতে’ এসব রকেট উৎপাদন ও সরবরাহের বিষয়টি যেন গোপন রাখা হয়।

এমন সময় এ তথ্যটি সামনে এলো যখন রাশিয়া এবং ইউক্রেন দুই দেশই অন্য দেশগুলোর কাছ থেকে অস্ত্র সহায়তা চাইছে।

রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে মিসরের। আফ্রিকার এ দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতি বছর ১ বিলিয়ন ডলার সহায়তা পেয়ে থাকে।

তবে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আবু জাইদ এ তথ্য অস্বীকার করেছেন। যুদ্ধ থেকে মিসর দূরে আছে এমনটি দাবি করে তিনি বলেছেন, ‘শুরু থেকেই মিসরের অবস্থান হলো এই যুদ্ধে জড়িত না হওয়া। জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রেখে দুই পক্ষের কাছ থেকেই সমান দূরত্ব বজায় রাখা।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুর্ব শত্রুতার জের ধরে ৫ লক্ষাধিক টাকার  আম গাছ কর্তন থানায় অভিযোগ

গোপনে রাশিয়াকে অস্ত্র দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্রের এই ‘বন্ধু দেশ’

আপডেট সময় ০১:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ইউক্রেনকে রক্ষায় এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। সঙ্গে তারা একত্রিত করে নিজেদের মিত্র দেশগুলোকেও। তবে কয়েকদিন আগে ফাঁস হওয়া গোপন নথি থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের খুবই কাছে বন্ধু দেশ, মিসর, রাশিয়াকে গোপনে অস্ত্র দিতে চেয়েছিল।

সোমবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

ফাঁস হওয়া ওই নথিতে বলা হয়েছে, মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি তার অধীনস্তদের ৪০ হাজার রকেট তৈরি এবং সেগুলো গোপনে রাশিয়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি তারিখের ওই নথিতে প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এতে রাশিয়ায় অস্ত্র এবং গানপাউডার পাঠানোর পরিকল্পনার কথা বলা হয়েছে। সিসি তার সেনা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন, ‘পশ্চিমা দেশগুলোর সঙ্গে সমস্যা এড়াতে’ এসব রকেট উৎপাদন ও সরবরাহের বিষয়টি যেন গোপন রাখা হয়।

এমন সময় এ তথ্যটি সামনে এলো যখন রাশিয়া এবং ইউক্রেন দুই দেশই অন্য দেশগুলোর কাছ থেকে অস্ত্র সহায়তা চাইছে।

রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে মিসরের। আফ্রিকার এ দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতি বছর ১ বিলিয়ন ডলার সহায়তা পেয়ে থাকে।

তবে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আবু জাইদ এ তথ্য অস্বীকার করেছেন। যুদ্ধ থেকে মিসর দূরে আছে এমনটি দাবি করে তিনি বলেছেন, ‘শুরু থেকেই মিসরের অবস্থান হলো এই যুদ্ধে জড়িত না হওয়া। জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রেখে দুই পক্ষের কাছ থেকেই সমান দূরত্ব বজায় রাখা।’