ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুর্ব শত্রুতার জের ধরে ৫ লক্ষাধিক টাকার  আম গাছ কর্তন থানায় অভিযোগ রাজবাড়ীতে জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন তজুমদ্দিনে র‍্যাবের অভিযানে শিশু বলাৎকার মামলার মূল হোতা আটক হিসাব রক্ষক আলাউদ্দিনের এক যুগের দুর্নীতি ঘোচাবে কে? গণপূর্তে সন্ত্রাসীদের দ্বারা সিন্ডিকেট গড়েছেন নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিকল্পনা শিল্পঘাতক: আইইএফ দেশীয় সিগারেট শিল্প বৈষম্যের শিকার জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান ‘নিত্যপণ্যে ভ্যাট বসিয়ে ফ্যাসিস্টের রাস্তায় হাঁটছে সরকার’

ফরাসি আলপসে তুষারধস, নিহত ৪

ফরাসি আলপসের সর্বোচ্চ শৃঙ্গ মঁ ব্লাঁ-র কাছে তুষারধস হয়েছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছন। তবে মৃতদেহ শনাক্ত করা হয়নি। এছাড়া আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনও চলছে।

মূলত লম্বা সপ্তাহান্তে বহু মানুষ বেড়াতে গেছিলেন ফরাসি আলপসে। ভিড় জমেছিল শ্যামোনিক্সে। এটি মঁ ব্লঁ যাওয়ার বেস ক্যাম্প। এখান থেকে বহু মানুষ আলপসে স্কি করতে যান। রোববারও তেমন বহু মানুষ স্কি করতে ওপরে উঠেছিলেন। আর তখনই ঘটে দুর্ঘটনা।

তুষারধস নামে আহমস হিমবাহে। ভয়াবহ তুষারধসে বহু মানুষ নিখোঁজ হয়ে যান। ধস নামা থামার পর দ্রুত সেখানে দুইটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়। নিচ থেকেও একটি দলকে ওপরে পাঠানো হয়।

এখনও পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। কিন্তু তাদের পরিচয় জানা যায়নি। নয়জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। আরও কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকাজ এখনও থামেনি বলে জানানো হয়েছে।

প্রায় সাড়ে ১১ হাজার ফুট উচ্চতায় এই হিমবাহ। স্কি করার আদর্শ জায়গা। বিশেষজ্ঞরা বলছেন, এদিন হিমবাহ থেকে একটি বড় অংশ খসে পড়ে যায়। লম্বায় যা প্রায় হাজার মিটার এবং চওড়ায় ১০০ মিটার। আবহাওয়া পরিবর্তনের জন্যই এমনটা হয়েছে বলে তারা জানিয়েছেন।

আহমস হিমবাহটি শ্যামোনিক্স থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এবং সে কারণেই এটি একটি নাম করা পর্যটন স্থান। অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য বহু মানুষ এখানে বেড়াতে আসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুর্ব শত্রুতার জের ধরে ৫ লক্ষাধিক টাকার  আম গাছ কর্তন থানায় অভিযোগ

ফরাসি আলপসে তুষারধস, নিহত ৪

আপডেট সময় ১২:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

ফরাসি আলপসের সর্বোচ্চ শৃঙ্গ মঁ ব্লাঁ-র কাছে তুষারধস হয়েছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছন। তবে মৃতদেহ শনাক্ত করা হয়নি। এছাড়া আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনও চলছে।

মূলত লম্বা সপ্তাহান্তে বহু মানুষ বেড়াতে গেছিলেন ফরাসি আলপসে। ভিড় জমেছিল শ্যামোনিক্সে। এটি মঁ ব্লঁ যাওয়ার বেস ক্যাম্প। এখান থেকে বহু মানুষ আলপসে স্কি করতে যান। রোববারও তেমন বহু মানুষ স্কি করতে ওপরে উঠেছিলেন। আর তখনই ঘটে দুর্ঘটনা।

তুষারধস নামে আহমস হিমবাহে। ভয়াবহ তুষারধসে বহু মানুষ নিখোঁজ হয়ে যান। ধস নামা থামার পর দ্রুত সেখানে দুইটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়। নিচ থেকেও একটি দলকে ওপরে পাঠানো হয়।

এখনও পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। কিন্তু তাদের পরিচয় জানা যায়নি। নয়জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। আরও কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকাজ এখনও থামেনি বলে জানানো হয়েছে।

প্রায় সাড়ে ১১ হাজার ফুট উচ্চতায় এই হিমবাহ। স্কি করার আদর্শ জায়গা। বিশেষজ্ঞরা বলছেন, এদিন হিমবাহ থেকে একটি বড় অংশ খসে পড়ে যায়। লম্বায় যা প্রায় হাজার মিটার এবং চওড়ায় ১০০ মিটার। আবহাওয়া পরিবর্তনের জন্যই এমনটা হয়েছে বলে তারা জানিয়েছেন।

আহমস হিমবাহটি শ্যামোনিক্স থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এবং সে কারণেই এটি একটি নাম করা পর্যটন স্থান। অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য বহু মানুষ এখানে বেড়াতে আসেন।