ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পবিপ্রবি’র শাখা প্রধানদের সাথে নবনিযুক্ত রেজিস্ট্রারের মতবিনিময়

  • এম. রহমান ।
  • আপডেট সময় ০৯:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ৫১৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত রেজিস্ট্রার বিশিষ্ট কৃষি বিজ্ঞানী প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন ।

আজ ০৭ জানুয়ারি (মঙ্গলবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এর অফিস কক্ষে বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে আছে। কারও জন্য যাতে সেই সুনাম ক্ষুণ্ন না হয় সেদিকে নজর রাখতে হবে। তিনি তার দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, এখন আমাদের সকলে মিলে বিশ্ববিদ্যালয়কে কাঙ্খিত পথে এগিয়ে নিতে হবে। এজন্য শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন,
‘আমার ব্যাক্তিগত কোন চাওয়া পাওয়া নেই। বিশ্ববিদ্যালয়ের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে সচ্ছতা ও প্রশাসনিক গতিশীলতা অর্জনের পাশাপাশি বৈষম্যহীন ও শিক্ষাবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই। একই সঙ্গে পবিপ্রবিকে সেন্টার অফ এক্সিলেন্স তৈরির কাজে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম মহোদয়ের হাতকে শক্তিশালী করব।’

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আগের শিক্ষার্থী আর এখনকার শিক্ষার্থীদের মধ্যে অনেক মানসিক পরিবর্তন এসেছে। তারা দেশকে নতুন করে পরিচালিত করার সুযোগ করে দিয়েছে। দেশের চেহারা পরিবর্তন করে ফেলেছে। তাদের অবদান সারা বিশ্ব দেখেছে। পবিপ্রবি’র কর্মকর্তা-কর্মচারীদের কাজ সম্পর্কে তাদের যেন নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, সে বিষয়ে সবার খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক বিষয়গুলো গুরুত্বসহকারে দেখতে হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেল ও আইকিউএসি সেল এর সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো, কর্মকর্তা সেল এর ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবুবকর ছিদ্দিক এবং কর্মচারী সেল এর শাখা প্রধান মোঃ রিয়াজ কাঞ্চন শহীদসহ বিভিন্ন বিভাগীয় ও শাখা প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন এবং রেজিস্ট্রার মহোদয়কে কর্মকর্তাদের পক্ষ থেকে সর্বাত্তক সহযোগিতার আশ্বাস দেন ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীনা পররাষ্টমন্ত্রীর সফরের মাঝেই চাদে প্রেসিডেন্ট ভবনে হামলা, নিহত ১

পবিপ্রবি’র শাখা প্রধানদের সাথে নবনিযুক্ত রেজিস্ট্রারের মতবিনিময়

আপডেট সময় ০৯:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত রেজিস্ট্রার বিশিষ্ট কৃষি বিজ্ঞানী প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন ।

আজ ০৭ জানুয়ারি (মঙ্গলবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এর অফিস কক্ষে বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে আছে। কারও জন্য যাতে সেই সুনাম ক্ষুণ্ন না হয় সেদিকে নজর রাখতে হবে। তিনি তার দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, এখন আমাদের সকলে মিলে বিশ্ববিদ্যালয়কে কাঙ্খিত পথে এগিয়ে নিতে হবে। এজন্য শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন,
‘আমার ব্যাক্তিগত কোন চাওয়া পাওয়া নেই। বিশ্ববিদ্যালয়ের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে সচ্ছতা ও প্রশাসনিক গতিশীলতা অর্জনের পাশাপাশি বৈষম্যহীন ও শিক্ষাবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই। একই সঙ্গে পবিপ্রবিকে সেন্টার অফ এক্সিলেন্স তৈরির কাজে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম মহোদয়ের হাতকে শক্তিশালী করব।’

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আগের শিক্ষার্থী আর এখনকার শিক্ষার্থীদের মধ্যে অনেক মানসিক পরিবর্তন এসেছে। তারা দেশকে নতুন করে পরিচালিত করার সুযোগ করে দিয়েছে। দেশের চেহারা পরিবর্তন করে ফেলেছে। তাদের অবদান সারা বিশ্ব দেখেছে। পবিপ্রবি’র কর্মকর্তা-কর্মচারীদের কাজ সম্পর্কে তাদের যেন নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, সে বিষয়ে সবার খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক বিষয়গুলো গুরুত্বসহকারে দেখতে হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেল ও আইকিউএসি সেল এর সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো, কর্মকর্তা সেল এর ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবুবকর ছিদ্দিক এবং কর্মচারী সেল এর শাখা প্রধান মোঃ রিয়াজ কাঞ্চন শহীদসহ বিভিন্ন বিভাগীয় ও শাখা প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন এবং রেজিস্ট্রার মহোদয়কে কর্মকর্তাদের পক্ষ থেকে সর্বাত্তক সহযোগিতার আশ্বাস দেন ।