চট্টগ্রামের পটিয়ায় এক গ্রাম থেকে ৫ জনকে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় পাহাড়ি সন্ত্রাসীরা।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নের হাসিলঘাটা নামক এলাকা থেকে তাদের তুলে নেয় সন্ত্রাসীরা। পরে মুক্তিপণ আদায়ের পর ওই দিন সন্ধ্যায় তাদের মুক্তি দেওয়া হয়। এ ঘটনায় পাহাড়ের আশপাশের গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার পাহাড়ি সন্ত্রাসীরা ভারি অস্ত্র নিয়ে হাসিলঘাটা এলাকায় ৫ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়। পরে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। অপহৃতের স্বজনরা অপহরণকারীদের সাথে দেনদরবার করে মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পটিয়ায় প্রায় প্রতিদিন কোথাও না কোথাও এসব পাহাড়ি সন্ত্রাসীরা লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে। তাদের মাসিক ও বাৎসরিক হিসেবে চাঁদা দিতে বাধ্য হচ্ছেন পাহাড়ে বিভিন্ন খামার ও বাগান মালিকরা। বান্দরবানে এসব সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর অভিযানের পর পটিয়ায় বিভিন্ন পাহাড়ে স্থায়ী আস্তানা গড়েছে সন্ত্রাসীরা। তারা কেএনএফসহ বিভিন্ন বাহিনীর সদস্য হতে পারে।
ওই এলাকার স্কুলশিক্ষক সুজা আল মামুন জানান, গ্রামে এসে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়ার ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বেড়েছে। এতদিন তারা পাহাড়ে বাগান মালিক ও শ্রমিকদের জিম্মি করে চাঁদা আদায় করলেও এখন গ্রামে হানা দিচ্ছে। এ ঘটনার পর পাহাড় সংলগ্ন তাদের স্কুলে শিক্ষার্থীদের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি জসীম উদ্দিন জানান, ঘটনার পরপরই পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে ওই ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।