মানিকগঞ্জের সিংগাইরে মাদকাসক্ত যুবককে উপদেশ দেওয়াই কাল হলো জিন্নত আলী (৫৫) নামে এক ব্যক্তির। মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে প্রাণ গেল তার।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামের রুবেলের টং দোকানের সামনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত জিন্নত আলী উপজেলার বাঘুলী গ্রামের মৃত জয়নাল আবেদীন মাদবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামের আজাহার আলীর ছেলে বাবুল হোসেনের (২২) মাদকের টাকার জন্য বাবার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এ ঘটনায় প্রতিবেশী বিল্লাল হোসেন ছেলেকে টাকা দিতে নিষেধ করত। এরই জের ধরে গত মঙ্গলবার বিকালে রুবেলের টং দোকানের সামনে বাবুলকে মাদকদ্রব্য খাওয়া থেকে বিরত থাকার উপদেশ দেন জিন্নত আলী। এ সময় বাবুল রাগে ক্ষোভে তাকে সুইচ গিয়ার দিয়ে পেটে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।
স্থানীয়রা জিন্নত আলীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মারা যান।
বাঘুলি তদন্ত কেন্দ্রের এএসআই নুরুল আমীন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামি গ্রেফতারে অভিযান চলছে।