শরীয়তপুরের জাজিরায় বিদ্যুতায়িত স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে স্বামী স্ত্রী উভয়ের মৃত্যু হয়েছে । বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ।
শনিবার (২২ জুন) রাত ৮টার দিকে জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের মান্নান মল্লিকের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের মান্নান মল্লিকের কান্দি গ্রামের মৃত নাজিমুদ্দিন মল্লিকের ছেলে আজিজুল মল্লিক (৫০) ও তার স্ত্রী নিলুফা বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বৈদ্যুতিক তারের লিকেজ যায়গায় কসটেপ লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চিৎকার করতে থাকেন নিলুফা বেগম। এসময় তার স্বামী তাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা বিদ্যুতের সুইচ বন্ধ করে তাদের দু’জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিয়ে নিহতের আপন চাচাতো ভাই বোরহান মল্লিক আমাদের মাতৃভূমিকে বলেন, সন্ধ্যায় ভাবী পুরোনো তারের লিকেজে কসটেপ লাগাতে গেলে বিদ্যুতায়িত হয়। তাৎক্ষনিক নির্মম পরিস্থিতি থেকে ভাবিকে রক্ষা করতে আমার ভাই এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হন।