ধামরাইয়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্ম শালা অনুষ্ঠিত হয়েছে।ধামরাই থানা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বুধবার দুপুরে ধামরাই ঢুলিভিটা মুন্নু কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপি র এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা র প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে । এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতি কে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
ধামরাই উপজেলা বিএনপির সভাপতিআলহাজ্ব তমিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী সেলিমা রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাড. নিপুণ রায় চৌধুরী ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি,এ সময়ে উপস্থিত আরো উপস্থিত ছিলেন, ধামরাই পৌর বিএনপির সাধারন সম্পাদক আশিকুর রহমান স্বপন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি খুররম চৌধুরী টুটুল, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক, যুবদল নেতা শহীদুল ইসলাম সুজন প্রমুখ।