কৃষকরা বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বগুড়া জোনের সহকারী প্রকৌশলী টি, এম, শফিকুল ইসলাম কে বিএনপি কৃষক দলের রনির মাধ্যমে আর্থিক সুবিধার বিনিময়ে নীতিমালা লঙ্ঘন করে বিতর্কিত ও অগ্রহণ যোগ্যদের পাশাপাশি আওয়ামী মতাদর্শীদের অপারেটর নিয়োগ দিয়ে কোটি টাকা বাণিজ্যে করেছেন। কৃষকরা আরো বলেন, সারাদেশে যখন আওয়ামী ফ্যাসিবাদী মতাদর্শী দোসরদের প্রতিরোধ করা হচ্ছে, তখন বগুড়া আওয়ামী মতাদর্শীদের পুর্নবাসন করতেই তাদের অপারেটর নিয়োগ দেয়া হয়েছে। আ’ লীগের খোলসে যারা দীর্ঘ প্রায় ১৭ বছর গভীর নলকূপ নিয়ন্ত্রণে রেখে সাধারণ কৃষকদের শোষণ করে মোটাতাজা হয়েছে, তারাই আবার টাকার বিনিময়ে অপারেটর নিয়োগ দিয়েছেন।
বক্তারা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বগুড়া জোনের সহকারী প্রকৌশলী টি, এম, শফিকুল ইসলাম অপসারণসহ শাস্তির দাবি জানানোর পাশাপাশি টাকার বিনিময়ে যাকে গভীর নলকূপের অপারেটর নিয়োগ নিয়ে কৃষকদের শোষণ করেও নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগ বাতিলের জোর দাবি জানিয়েছেন কৃষকরা।