বোরহানউদ্দিনে আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতাকর্মীদের আশ্রয় কিংবা প্রশ্রয় না দেয়ার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপরি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
শনিবার (১৮ জানুয়ারী ২০২৫)বেলা ১১টায় ভোলার বোরহানদ্দিনে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনের বালুর মাঠে পৌর বিএনপি’র মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানিয়েছেন।
হাফিজ ইব্রাহিম বলেন, বর্তমানে জামায়েত ইসলামী দলটির আমীর ডা: শফিকুর রহমান সত্তরে ছাত্র লীগের কর্মী হিসেবে হাতে লেখা পোষ্টার তৈরি করতেন। বলে নিজে স্বীকার করেছেন। তার সেই বক্তব্য বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় প্রচারিত হয়েছে। যারা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে আজ তারা আমাদেরকে স্বাধীনতা যুদ্ধের কথা বলে। এ যেন ভূতের মুখে রাম নাম। কিন্তু তারা নিজেরাই প্রত্যক্ষভাবে যুদ্ধ অংশগ্রহণ করেনি বরং বিরোধিতা করেছে, নিজেরা পাড়া-মহল্লায় ইসলামের নাম ব্যবহার করে ফরম বিক্রি করে চাঁদাবাজী করে আর বিএনপির নামে বদনাম করে।
হাফিজ ইব্রাহিম আরও বলেন, বিএনপি চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, লুটপাট, বিশৃঙ্খলা, অশান্তি হামলা বা দাঙ্গার রাজনীতিতে বিশ্বাসী নয়, বিএনপি শান্তিতে বিশ্বাস করে। ইসলামের নাম ব্যবহার করে এই বোরহানউদ্দিন-দৌলতখানে যারা অশান্তি সৃষ্টি করবে তাদের শক্ত হাতে মোকাবেলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনের মাঠে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলী আকবর পিন্টু সি:সহ-সভাপতি পৌর বিএনপি। সভার সঞ্চালনা করেন, পৌর বিএনপির সহ-সভাপতি বশির আহমেদ, পৌর যুবদলের আহবায়ক হেলাল মুন্সি ও সদস্য সচিব আবু জাফর মৃধা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির। প্রতিনিধি সভায় আমৃত্যু দলের জন্য অবদান রাখায় বোরহানউদ্দিন পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র প্রয়াত সাইদুর রহমান মিলন মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মিলন মিয়ার বড় ছেলে মেহেদী হাসান সাগর ও ছোট ছেলে মোস্তাফিজুর রহমান শাওনের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।
এছাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত শাহাজান ভাষানী, পৌর বিএনপি প্রয়াত নেতা ইউসুফ হাওলাদার ও পৌর বিএনপি নেতা খোকন ভূইয়াকে সম্মাননা প্রদান কর হয়। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খাঁন, সদস্য সচিব এ্যাড. কাজী মো. আজম, যুগ্ম আহবায়ক হাসান হাওলাদার, মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, শহীদুল আলম নাসিম কাজী, উপজেলা যুবদলের আহবায়ক শিহাব উদ্দিন হাওলাদার, উপজেলা মহিলাদলের সভাপতি খালেদা খানম আলেয়া ও সাধারন সম্পাদক ইশরাত জাহান বনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবির, সহ-সভাপতি আঃ রব হাওলাদার, সাধারন সম্পাদক ইউসুফ বাচ্চু, যুগ্ম সাধারন সম্পাদক সাইদুর রহমান লিটন, শাহাবুদ্দিন বাচ্চু।
উপস্থিত ছিলেন, পৌর সেচ্ছাসেবদলের সদস্য সচিব শিপন হাওলাদার, সদস্য সচিব, স্বেচ্ছাসেবকদল, পৌর শ্রমিকদলের সদস্য সচিব বাবুল, পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল, সাধারন সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, পৌর মহিলাদলের আহবায়ক মাসুমা খানমসহ পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।