খুলনায় মহানগরীর ২৭নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহীন শেখকে (৪০) গুলি করেছে দুর্বৃত্তরা।
নগরীর মিস্ত্রিপাড়া এলাকার রসুলবাগ মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে।
আহত স্বেচ্ছাসেবক দল নেতা শহীন রসুলবাগ এলাকার জোনাব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে রসুলবাগ মসজিদের সামনে ১৫/২০ টি মোটরসাইকেলযোগে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালায়। গুলির শব্দের পর এলাকাবাসি এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ত্রাসীর ছোড়া একটি গুলি তার বাম কানের উপরিভাগে বিদ্ধ হয়ে বের হয়ে যায়। অপরটি তার ডান পিঠে বিদ্ধ হয়।
খুলনা থানার অফিসার ইনচার্জ মুনির উল গিয়াস বলেন, গুলির পরপরই ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে, বলে পুলিশ সূত্রে থেকে জানা যায়