নরসিংদীর বেলাবতে সোনাকান্দা দারুল হুদা রহমানিয়া দরবার শরিফ কৃর্তক পরিচালিত সামছুল হুদা রহমানীয়া মাহমুদীয়া দ্বীনিয়া মাদরাসার ছাত্রদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৮জুন) উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মরিচাকান্দি সুরুজ মোল্লা মার্কেট সংলগ্ন সামছুল হুদা রহমানীয়া মাহমুদীয়া দ্বীনিয়া মাদরাসায় এ ফলাফল প্রদান করা হয়।
সামছুল হুদা রহমানীয়া মাহমুদীয়া দ্বীনিয়া মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমেদ নয়নের সভাপতিত্বে ছাত্রদের পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.কাউছার কাজল, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি,মো. সুরুজ মোল্লা,হাজী ফজলুর রহমান ভুইয়া কাজল, আলহাজ্ব জহিরুল হক, হাজী সিরাজুল ইসলাম, হাজী রইছ মিয়া, হাজী মজিবুর রহমান, হাজী মো. শহিদুল্লাহ,হাজী মো. সাদেক মোল্লা, তাইয়াবুদ্দীন,মেন্দী বেপারী,মাদরাসার শিক্ষকবৃন্দ, অভিভাবকগন,এলাকার সুধীজন ছাত্র/ছাত্রীগণ।