নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে একটি অবৈধ স্বয়ংক্রিয় একে-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে রায়পুরা থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।
গ্রেফতারকৃত হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ পিরোজপুর জেলার নেসারাবাদ থানার বালিহাড়ি এলাকার মো. সেলিম হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে এএসপি আফসান আল আলম বলেন, বুধবার দুপুরে রায়পুরা থানার ওসি সাফায়াত হোসেন পলাশের নেতৃত্বে এসআই রাকিবুল ইসলামের সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ টানপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় ভৈরব-ঢাকা রুটের নওমি পরিবহণের একটি বাসের ভেতরে যাত্রীবেশে থাকা হামিম হোসেন ফাহিম ওরফে আরিফকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি অবৈধ স্বয়ংক্রিয় একে-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন, ১টি ব্যাগ, ৩টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, নগদ ১০ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়। পরে পুলিশ নওমি পরিবহণ বাসটিকে জব্দ করে থানায় নিয়ে আসে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রায়পুরা থানার ওসি মো. শাফায়েত হোসেন পলাশ, পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন খান, এসআই আব্দুল হালিম ও রাকিবুল ইসলাম, ফয়সাল আহমেদসহ অনেকে।