ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ঘরে ৫ বছরের এক শিশুকে রেখে বাড়ির পাশের কেন্দ্রে ভোট দিতে যান বাবা ও মা। পরে বাড়ির পুকুরের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়।
বুধবার দুপুর ২টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারের পূর্বপাশে সোহাগের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুটি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা সোহাগের ছেলে শামীম (৫)।
জানা যায়, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলা বাজার কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় শিশু শামীমকে ঘরে রেখে যায় বাবা-মা। ভোট দিয়ে এসে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. কবির সোহেল মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা কবির সোহেল জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যু হয়।