বগুড়ার দুপচাঁচিয়ায় কুলায় ধান নিয়ে ফ্যানের বাতাসে ময়লা পরিষ্কারের সময় অসাবধানতাবশত হাত বিচ্ছিন্ন হয়ে রওশন আরা (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গুণাহার ইউনিয়নের পালকুড়ি গ্রামে ঘটনা ঘটে।
বিকালে দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত গৃহবধূ রওশন আরা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুণাহার ইউনিয়নের পালকুড়ি গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। তিনি বুধবার সকাল থেকে বাড়ির উঠানে নেট খোলা স্ট্যান্ড ফ্যানের বাতাসে কুলায় ধান উড়িয়ে ময়লা পরিষ্কার করছিলেন। বেলা ১টার দিকে অসাবধানতাবশত বাম হাত ফ্যানের পাখার মধ্যে ঢুকে যায়। এতে হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে গৃহবধূ রওশন আরার মৃত্যু হয়েছে।
দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।