বগুড়ার নন্দীগ্রাম, শেরপুর ও ধুনট উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট গ্রহন শুরুতে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ৫ জুন বুধবার সকালে শেরপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভোটার উপস্থিতি কম। দুই ঘণ্টায় ৪ শতাংশ ভোট পড়েছে। সকাল সাড়ে ১০টার দিকে নন্দীগ্রামের বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, নারী ভোটারদের দীর্ঘ লাইন। ভোটারদের মাঝে দেখা গেছে উৎসাহ উদ্দীপনা। এর পর দুপুরে নন্দীগ্রাম চাতরা ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে ব্যাপক ভোটার উপস্থিতি। এই কেন্দ্র ছিল উৎসব মুখর। ভোট কেন্দ্রের বাহিরে বসেছে মেলা।
নির্বাচন অফিস সূত্র জানায়, তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
ধুনট উপজেলায় তিন চেয়ারম্যান প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক মুহম্মদ আসিফ ইকবাল ও সিনিয়র সহসভাপতি বর্তমান চেয়ারম্যান আবদুল হাই খোকন। এখানে ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৯০টি কেন্দ্রে ভোটার ২ লাখ ৫৫ হাজার ৩২৪ জন।
শেরপুর উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, সুলতান মাহমুদ, রুবেল আহমেদ, এম এ হান্নান ও জাকারিয়া তারেক বিদ্যুৎ। ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০৭টি কেন্দ্রে ভোটার ২ লাখ ৯৩ হাজার ২৭৩ জন।
নন্দীগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে চার প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, আনোয়ার হোসেন রানা, নজিবুল্লাহ মজনু মণ্ডল ও মাহমুদ আশরাফ। ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ৪৯ কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৯০ জন।
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় তিন উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোটারদের ভোট দান
- সুব্রত ঘোষ, বগুড়াঃ
- আপডেট সময় ০৭:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
- ৫৫১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ