সিলেটের গোয়াইনঘাট উপজেলার ০২নং পশ্চিম জাফলং ইউনিয়নের হাজীপুর বাজারে প্রতাপপুর ক্যাম্পের বিজিবিদের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছেন একটি চাঁদাবাজ চক্র এ নিয়ে গত ৪/৬/২৪ ইং মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় হাজীপুর বাজারে চোরাকারবারিদের সাথে বিজিবি লাইনম্যানদের সংঘর্ষ সৃষ্টি হয়।এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। এঘটনায় উভয়পক্ষের তিন-চারটি মোটরসাইকেল ভাংচুর করা হয়,লাইনম্যান দুলাল গ্রুপের তিনজনের অবস্থা বেশ গুরুতর বলেও জানান হাসপাতাল কর্তৃপক্ষ এবিষয়ে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা,প্রতাপপুর সীমান্ত বিজিবির কথিত লাইনম্যান দুলালের নেতৃত্বে দীর্ঘদিন থেকে বিজিবির নামে সীমান্ত চোরাচালান থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় হয়,দুলালের এমন চাঁদাবাজ চক্রের আধিপত্য বিস্তারে এলাকাবাসী ও ব্যবসায়িরা অতিষ্ঠ।দুলালের এমন অনিয়ম আর বিজিবির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির বিষয়ে দীর্ঘদিন থেকে নানারকম হেডলাইনে দুলালের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও প্রিন্ট পত্রিকায় সংবাদ প্রকাশ হলে সাথে সাথে দুলাল বড় অংকের টাকা দিয়ে তার বিরুদ্ধে সেসকল সংবাদের ধামাচাপা দিয়ে দিতেন।
বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সংস্থার নাম সীমান্তের অতন্ত্র প্রহরী তথা বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)দের নামেই ভারতীয় মাদক সহ্ বিভিন্ন চোরাচালান থেকে দৈনিক লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করতেন দুলাল চক্র,এমন অভিযোগ নিয়ে প্রতাপপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদারের সাথে কথা বললে তিনি জানান, আমাদের নামে কেউ চাঁদা আদায় করছে এমন অভিযোগ পেলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো,পাশাপাশি আমরা এলাকার লোকজনকে জানিয়েছি যে বিজির নামে কেউ চাঁদাবাজি করতে আসলে চাঁদা না দিয়ে আমাদেরকে অবগত করার জন্য।নায়েক সুবেদার আরো জানান,তাঁদের কোন লাইম্যান বা সোর্স নেই।
বিজিবির পক্ষ থেকে এমন মেসেজ পেয়ে চোরাই ব্যবসায়িরা চাঁদা দিতে রাজি না হওয়ায় ব্যবসায়িদের সাথে কথিত বিজিবির লাইনম্যান দুলাল গ্রুপের সাথে ব্যবসায়ি গ্রুপের সংঘর্ষ হয় এতে লাইনম্যান গ্রুপের চারজন এবং চোরাকারবারি গ্রুপের সাতজন আহত হয়ে উভয় পক্ষের ১১জন’ই সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
এবিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.রফিকুল ইসলাম পিপিএম জানান,সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি,ঘটনার পর থেকে ঐ এলাকায় রাতভর পুলিশ মোতায়েন ছিলো। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দুষ্কৃতকারীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।