ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুর্ব শত্রুতার জের ধরে ৫ লক্ষাধিক টাকার  আম গাছ কর্তন থানায় অভিযোগ রাজবাড়ীতে জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন তজুমদ্দিনে র‍্যাবের অভিযানে শিশু বলাৎকার মামলার মূল হোতা আটক হিসাব রক্ষক আলাউদ্দিনের এক যুগের দুর্নীতি ঘোচাবে কে? গণপূর্তে সন্ত্রাসীদের দ্বারা সিন্ডিকেট গড়েছেন নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিকল্পনা শিল্পঘাতক: আইইএফ দেশীয় সিগারেট শিল্প বৈষম্যের শিকার জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান ‘নিত্যপণ্যে ভ্যাট বসিয়ে ফ্যাসিস্টের রাস্তায় হাঁটছে সরকার’

লালমাটিয়ায় বসবে কৃষকের বাজার

ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য এবং কৃষকদের পণ্যের সঠিক মূল্যপ্রাপ্তি নিশ্চিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ নম্বর ওয়ার্ডের লালমাটিয়ায় প্রতি সপ্তাহে নিয়মিত বসবে কৃষকের বাজার।

শুক্রবার ( ১১ নভেম্বর) লালমাটিয়ায় নেদারল্যান্ডস সরকারের সহায়তায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে  লালমাটিয়ার বি ব্লকে মহিলা কলেজের পেছনের রাস্তায় কৃষকের বাজারের উদ্বোধন করা হয়।

এ বাজারে প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাভারের তেঁতুলঝোড়া থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যাচাই করা ১০ জন নিরাপদ চাষি তাদের উৎপাদিত সবজি এবং ফলমূল বিক্রি করবেন।

উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড  কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টন বলেন, কৃষকদের উৎপাদিত নিরাপদ পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিতে কৃষকের বাজারের আয়োজন। আমরা সফল হলে মধ্যস্বত্বভোগী নয়, বরং কৃষকরা লাভবান হবে। তারা নিরাপদ চাষে আগ্রহী হয়ে উঠবে। এলাকাবাসীর প্রতি অনুরোধ আপনারা বাজারটি সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবেন।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের ফুড সিস্টেম পলিসি ইকনোমিস্ট পেদ্রো আন্দ্রেস গার্জন ডেলভো বলেন, কৃষকের বাজারকে আমরা নতুনভাবে নগর এলাকায় নিয়ে আসার চেষ্টা করছি। মানুষ নিরাপদ খাদ্য পেতে আগ্রহী। তাদের নিরাপদ খাদ্যের চাহিদা পূরণের জন্য নেদারল্যান্ডস সরকারের সহায়তায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে এই কৃষকের বাজারগুলো গড়ে উঠছে।

ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী বলেন, ১০ জন কৃষক দিয়ে সমগ্র এলাকাবাসীর নিরাপদ খাদ্যের চাহিদা পূরণ সম্ভব নয়। কিন্তু এ বাজারটি একটি মডেল, যা সহজেই অন্য এলাকায় অনুসরণীয়। অনিরাপদ খাদ্য গ্রহণ চিকিৎসা ক্ষেত্রে রাষ্ট্রের ভর্তুকি বাড়িয়ে দিচ্ছে। নিরাপদ খাদ্য গ্রহণে আমাদের সকলকে সচেতন হতে হবে। পাশাপাশি এ বাজারের মাধ্যমে কৃষকের মর্যাদা এবং পণ্যের সঠিক মূল্য প্রাপ্তি উভয়েই নিশ্চিত করা সম্ভব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুর্ব শত্রুতার জের ধরে ৫ লক্ষাধিক টাকার  আম গাছ কর্তন থানায় অভিযোগ

লালমাটিয়ায় বসবে কৃষকের বাজার

আপডেট সময় ০৪:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২

ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য এবং কৃষকদের পণ্যের সঠিক মূল্যপ্রাপ্তি নিশ্চিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ নম্বর ওয়ার্ডের লালমাটিয়ায় প্রতি সপ্তাহে নিয়মিত বসবে কৃষকের বাজার।

শুক্রবার ( ১১ নভেম্বর) লালমাটিয়ায় নেদারল্যান্ডস সরকারের সহায়তায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে  লালমাটিয়ার বি ব্লকে মহিলা কলেজের পেছনের রাস্তায় কৃষকের বাজারের উদ্বোধন করা হয়।

এ বাজারে প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাভারের তেঁতুলঝোড়া থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যাচাই করা ১০ জন নিরাপদ চাষি তাদের উৎপাদিত সবজি এবং ফলমূল বিক্রি করবেন।

উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড  কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টন বলেন, কৃষকদের উৎপাদিত নিরাপদ পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিতে কৃষকের বাজারের আয়োজন। আমরা সফল হলে মধ্যস্বত্বভোগী নয়, বরং কৃষকরা লাভবান হবে। তারা নিরাপদ চাষে আগ্রহী হয়ে উঠবে। এলাকাবাসীর প্রতি অনুরোধ আপনারা বাজারটি সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবেন।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের ফুড সিস্টেম পলিসি ইকনোমিস্ট পেদ্রো আন্দ্রেস গার্জন ডেলভো বলেন, কৃষকের বাজারকে আমরা নতুনভাবে নগর এলাকায় নিয়ে আসার চেষ্টা করছি। মানুষ নিরাপদ খাদ্য পেতে আগ্রহী। তাদের নিরাপদ খাদ্যের চাহিদা পূরণের জন্য নেদারল্যান্ডস সরকারের সহায়তায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে এই কৃষকের বাজারগুলো গড়ে উঠছে।

ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী বলেন, ১০ জন কৃষক দিয়ে সমগ্র এলাকাবাসীর নিরাপদ খাদ্যের চাহিদা পূরণ সম্ভব নয়। কিন্তু এ বাজারটি একটি মডেল, যা সহজেই অন্য এলাকায় অনুসরণীয়। অনিরাপদ খাদ্য গ্রহণ চিকিৎসা ক্ষেত্রে রাষ্ট্রের ভর্তুকি বাড়িয়ে দিচ্ছে। নিরাপদ খাদ্য গ্রহণে আমাদের সকলকে সচেতন হতে হবে। পাশাপাশি এ বাজারের মাধ্যমে কৃষকের মর্যাদা এবং পণ্যের সঠিক মূল্য প্রাপ্তি উভয়েই নিশ্চিত করা সম্ভব।