স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সংসদ ভবনস্থ কার্যালয়ে তার সঙ্গে বাংলাদেশ পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক সৌজন্য সাক্ষাৎ করলে স্পিকার এ কথা বলেন।
এ সময় তিনি সন্ত্রাস ও অরাজকতা দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বর্তমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশ পুলিশের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।
পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি করার ফলে দেশে জঙ্গিবাদ দমন ও সন্ত্রাস নিরসন সম্ভব হয়েছে। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।