টালিউড নায়িকা নুসরাত জাহান মাতৃদিবসে ছেলে ঈশানকে প্রথমবার প্রকাশ্যে আনলেন। যেন ছোট্ট যশ। ছেলের বয়স সাড়ে তিন বছর। কেমন দেখতে সে? মাতৃদিবসে প্রথমবার ছোট্ট ঈশানের সঙ্গে পরিচয় করালেন অভিনেত্রী।
২০২১ সালের সেপ্টেম্বরে নুসরাত জাহান-যশ দম্পতির ছেলে ঈশান দাশগুপ্তের জন্ম হয়। যদিও সেই সময় ছেলের পিতৃপরিচয় নিয়ে বিস্তর সমালোচনার মুখে পড়তে হয় নুসরাতকে। অভিনেতা যশ দাশগুপ্তই যে ঈশানের বাবা, তা তার পৌরসভার জন্মের প্রশংসাপত্রেই পরিষ্কার করে দেন অভিনেত্রী।
এমনিতেই তারকা-সন্তানদের কেমন দেখতে হয়েছে, তা নিয়ে উৎসাহ থেকে তাদের অনুরাগীদের। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। নুসরাতের ছেলের বয়স সাড়ে তিন বছর। মাতৃদিবসে প্রথমবার ছেলে ঈশানের সঙ্গে পরিচয় করালেন তিনি।
আনন্দবাজার জানিয়েছে, চলতি বছর লোকসভা ভোটে প্রার্থী হতে পারেননি নুসরাত। আপাতত ছবির কাজ, স্বামী ও সংসার নিয়েই রয়েছেন তিনি। মা হয়েছেন তা-ও প্রায় বেশ কয়েক বছর হলো। তবে ছেলেকে নিয়ে প্রথম থেকেই সাবধান যশ ও নুসরাত।
কিছুদিন আগে সামাজিকমাধ্যমে দীপাবলি কিংবা বড়দিনের সময় ছেলের পেছন থেকে তোলা ছবি দিয়েছিলেন নুসরাত; কিন্তু তার শুভাকাঙ্ক্ষীদের মুখ দেখাননি। এবার তেমনটি করেননি এ টালিউট নায়িকা।
গোলাপি শিফনের শাড়িতে নুসরাত। চোখেমুখে তার গোলাপি আভা। কোলে বসে রয়েছে ছোট্ট ঈশান। মাতৃদিবসটা শুধুই যে সন্তানের সঙ্গে কাটাচ্ছেন এমনটি নয়, অভিনেত্রী তার মায়ের সঙ্গে কেক কেটে উদ্যাপন করেন বিশেষ এই দিনটি। সে ছবিও পোস্ট করেছেন তিনি। নুসরাতের ছেলেকে দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার ভক্তরা। অনেকেই লিখেছেন, ‘ঈশান যেন একেবারে ছোট্ট যশ।’