ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর দুই দিন পর জহুর আলীর মরদেহ হস্তান্তর করল বিএসএফ বোরহানউদ্দিনে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন বিখ্যাত আইটি বিশেষজ্ঞ শরফুদ্দিন দক্ষিণ মুগদা থানা ৭১ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারের বৈধতা আমরা দিতে পারব না: ফখরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে যে পদক্ষেপের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার কোনো দল-গোষ্ঠী-ব্যক্তিকে সহযোগিতা করতে মাঠে নামিনি: সিইসি আনিসুল হক আরেক মামলায় গ্রেফতার চান্দিনায় মারুতির পেছনে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু,অন্তঃসত্ত্বা মা সহ আহত ৩

মা দিবসে ফিলিস্তিনের মায়েরা কেমন আছেন-?

বিশ্ব মা দিবস আজ। সব দেশ যখন দিবসটি উদ্‌যাপনে ব্যস্ত, তখন সন্তান হারানোর শঙ্কায় আতঙ্কে দিন পার করছেন ফিলিস্তিনের মায়েরা। অনেকে স্বামী-পুত্র হারিয়ে শোকে বিহ্বল। প্রতি মুহূর্তে মৃত্যুভয় নিয়ে কিভাবে বেঁচে থাকা যায়, তা এই মায়েদের না দেখলে কখনো উপলব্ধি করা সম্ভব নয়।

রাওয়ান্দ মুশতাহা এমনই একজন মা। বাস করতেন ফিলিস্তিনের গাজার পূর্বাঞ্চলীয় শহর শেজাইয়াতে। তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন পূর্ব গাজায় হামলা শুরু করে ইসরাইরি বাহিনী। তখন তিনি প্রাণভয়ে পালিয়ে যান দক্ষিণ গাজায়। কিছুদিনের মধ্যেই প্রসব বেদনা ওঠে রাওয়ান্দ মুশতাহার। তিনি ভর্তি হন দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে।

এরপরের ভয়াবহ বর্ণনায় মুশতাহা বলেন, হাসপাতালের প্রসূতি বিভাগে তেমন কোনো নার্স ছিলেন না। চিকিৎসক ছিলেন হাতে গোনা। ওষুধপত্র নেই বললেই চলে। আমাকে সাধারণ অ্যানেসথেশিয়া দেওয়ার কথা ছিল। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রীর অভাবে সেটি দেওয়া গেল না। আংশিক অ্যানেসথেশিয়া দিয়েই আমার অস্ত্রোপচার করলেন চিকিৎসক। আমার পেট থেকে বের হলো তিন তিনটি সন্তান!

মাত্র কুড়ি বছর বয়সি এই মা বলেন, আমি হাসপাতালের বিছানায় শুয়ে শুয়েই খবর শুনলাম, আমার শাশুড়ি, দুই বোনসহ আমার স্বামীর পরিবারের অন্তত ৫০ জন মারা গেছেন ইসরাইলি বোমা হামলায়।

রাওয়ান্দাদের বাড়িটা সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। সেখানে আর ফেরার উপায় নেই। স্বামী বেঁচে আছেন নাকি মারা গেছেন, সেই খবরও জানেন না। কিন্তু যে তিন সন্তান পৃথিবীতে এলো, তাদের তো বাঁচিয়ে রাখতে হবে।

রাওয়ান্দ মুশতাহা মাথায় হাত দিয়ে নিজের কপালকে দুষলেন, মানুষের হয় জমজ সন্তান, আর আমার হলো তিনটা! চোখ মুছে তিন কন্যার নাম রাখলেন মৃত দাদি আর দুই খালার নামে—সুহাদ, হুদা ও নাদা।

এরপর ভয়ানক এক দুর্বিষহ সংগ্রাম শুরু হলো তার। কারণ, গাজার দক্ষিণাঞ্চলেও হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তিন নবজাতক নিয়ে কোথায় যাবেন এখন? এরই মধ্যে খুঁজতে খুঁজতে তার স্বামী চলে এসেছেন খান ইউনিসে। স্বামীকে পেয়ে বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়েন রাওয়ান্দ মুশতাহা। তিনি ভেবেছিলেন, তার স্বামী মারা গেছেন ইসরাইলি বোমা হামলায়, তাকে আবার ফিরে পাবেন, এ কথা স্বপ্নেও ভাবেননি।

এবার স্বামী আর তিন সন্তানকে নিয়ে দেইর আল-বালাহ শহরে পালিয়ে যান রাওয়ান্দ মুশতাহা। সেখানে একটি তাঁবুতে আশ্রয় নেন তারা। কিন্তু শহরজুড়ে দুর্ভিক্ষ। কোথাও কোনো খাবার নেই। মাঝে মাঝে ত্রাণের গাড়ি আসছে, আর ঝাঁপিয়ে পড়ছে বুভুক্ষের দল। যুদ্ধের মধ্যে এ আরেক যুদ্ধ। মাথার ওপরে বোমা, জমিনে ক্ষুধা। কোথায় যাবেন তারা? তবু এরই মধ্যে লড়াই করে কিছু খাবার নিয়ে আসেন রাওয়ান্দের স্বামী। নিজেরা তাই দিয়ে কোনোমতে জীবন বাঁচান। কিন্তু তিন সন্তানকে খাওয়াবেন কী? তারা যে একেবারেই নবজাতক।

রাওয়ান্দ বলেন, এখানে খাবার নেই, পানি নেই। নিজে খেতে পাই না বলে বাচ্চারা ঠিকমতো বুকের দুধ পায় না। বাজার থেকে দুধ কিনে খাওয়াব, সেই উপায়ও নেই। দু–একটা দোকানে যদিও বা পাওয়া যায়, আকাশচুম্বী দাম। ডায়াপারের দামও লাগামছাড়া। তাঁবুতে দিনের বেলা প্রচণ্ড গরম আর রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা। আমার বাচ্চারা প্রতিদিন অসুস্থ হয়ে পড়ছে। ওদের মনে হয় বাঁচাতে পারব না।’ কান্নায় ভেঙে পড়েন তরুণী মা রাওয়ান্দ মুশতাহা।

রাওয়ান্দ আর কোনোদিন তার জন্মভিটায় ফিরে যেতে পারবেন কি না, জানেন না। তার মতো লাখ লাখ ফিলিস্তিনি মা কঠিন সময় পার করছেন। জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ জানিয়েছে, গাজায় অন্তত ১ লাখ ৫৫ হাজার অন্তঃসত্ত্বা মা পানিশূন্যতায় ভুগছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৃত্যুর দুই দিন পর জহুর আলীর মরদেহ হস্তান্তর করল বিএসএফ

মা দিবসে ফিলিস্তিনের মায়েরা কেমন আছেন-?

আপডেট সময় ০৬:৪০:০২ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

বিশ্ব মা দিবস আজ। সব দেশ যখন দিবসটি উদ্‌যাপনে ব্যস্ত, তখন সন্তান হারানোর শঙ্কায় আতঙ্কে দিন পার করছেন ফিলিস্তিনের মায়েরা। অনেকে স্বামী-পুত্র হারিয়ে শোকে বিহ্বল। প্রতি মুহূর্তে মৃত্যুভয় নিয়ে কিভাবে বেঁচে থাকা যায়, তা এই মায়েদের না দেখলে কখনো উপলব্ধি করা সম্ভব নয়।

রাওয়ান্দ মুশতাহা এমনই একজন মা। বাস করতেন ফিলিস্তিনের গাজার পূর্বাঞ্চলীয় শহর শেজাইয়াতে। তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন পূর্ব গাজায় হামলা শুরু করে ইসরাইরি বাহিনী। তখন তিনি প্রাণভয়ে পালিয়ে যান দক্ষিণ গাজায়। কিছুদিনের মধ্যেই প্রসব বেদনা ওঠে রাওয়ান্দ মুশতাহার। তিনি ভর্তি হন দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে।

এরপরের ভয়াবহ বর্ণনায় মুশতাহা বলেন, হাসপাতালের প্রসূতি বিভাগে তেমন কোনো নার্স ছিলেন না। চিকিৎসক ছিলেন হাতে গোনা। ওষুধপত্র নেই বললেই চলে। আমাকে সাধারণ অ্যানেসথেশিয়া দেওয়ার কথা ছিল। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রীর অভাবে সেটি দেওয়া গেল না। আংশিক অ্যানেসথেশিয়া দিয়েই আমার অস্ত্রোপচার করলেন চিকিৎসক। আমার পেট থেকে বের হলো তিন তিনটি সন্তান!

মাত্র কুড়ি বছর বয়সি এই মা বলেন, আমি হাসপাতালের বিছানায় শুয়ে শুয়েই খবর শুনলাম, আমার শাশুড়ি, দুই বোনসহ আমার স্বামীর পরিবারের অন্তত ৫০ জন মারা গেছেন ইসরাইলি বোমা হামলায়।

রাওয়ান্দাদের বাড়িটা সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। সেখানে আর ফেরার উপায় নেই। স্বামী বেঁচে আছেন নাকি মারা গেছেন, সেই খবরও জানেন না। কিন্তু যে তিন সন্তান পৃথিবীতে এলো, তাদের তো বাঁচিয়ে রাখতে হবে।

রাওয়ান্দ মুশতাহা মাথায় হাত দিয়ে নিজের কপালকে দুষলেন, মানুষের হয় জমজ সন্তান, আর আমার হলো তিনটা! চোখ মুছে তিন কন্যার নাম রাখলেন মৃত দাদি আর দুই খালার নামে—সুহাদ, হুদা ও নাদা।

এরপর ভয়ানক এক দুর্বিষহ সংগ্রাম শুরু হলো তার। কারণ, গাজার দক্ষিণাঞ্চলেও হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তিন নবজাতক নিয়ে কোথায় যাবেন এখন? এরই মধ্যে খুঁজতে খুঁজতে তার স্বামী চলে এসেছেন খান ইউনিসে। স্বামীকে পেয়ে বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়েন রাওয়ান্দ মুশতাহা। তিনি ভেবেছিলেন, তার স্বামী মারা গেছেন ইসরাইলি বোমা হামলায়, তাকে আবার ফিরে পাবেন, এ কথা স্বপ্নেও ভাবেননি।

এবার স্বামী আর তিন সন্তানকে নিয়ে দেইর আল-বালাহ শহরে পালিয়ে যান রাওয়ান্দ মুশতাহা। সেখানে একটি তাঁবুতে আশ্রয় নেন তারা। কিন্তু শহরজুড়ে দুর্ভিক্ষ। কোথাও কোনো খাবার নেই। মাঝে মাঝে ত্রাণের গাড়ি আসছে, আর ঝাঁপিয়ে পড়ছে বুভুক্ষের দল। যুদ্ধের মধ্যে এ আরেক যুদ্ধ। মাথার ওপরে বোমা, জমিনে ক্ষুধা। কোথায় যাবেন তারা? তবু এরই মধ্যে লড়াই করে কিছু খাবার নিয়ে আসেন রাওয়ান্দের স্বামী। নিজেরা তাই দিয়ে কোনোমতে জীবন বাঁচান। কিন্তু তিন সন্তানকে খাওয়াবেন কী? তারা যে একেবারেই নবজাতক।

রাওয়ান্দ বলেন, এখানে খাবার নেই, পানি নেই। নিজে খেতে পাই না বলে বাচ্চারা ঠিকমতো বুকের দুধ পায় না। বাজার থেকে দুধ কিনে খাওয়াব, সেই উপায়ও নেই। দু–একটা দোকানে যদিও বা পাওয়া যায়, আকাশচুম্বী দাম। ডায়াপারের দামও লাগামছাড়া। তাঁবুতে দিনের বেলা প্রচণ্ড গরম আর রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা। আমার বাচ্চারা প্রতিদিন অসুস্থ হয়ে পড়ছে। ওদের মনে হয় বাঁচাতে পারব না।’ কান্নায় ভেঙে পড়েন তরুণী মা রাওয়ান্দ মুশতাহা।

রাওয়ান্দ আর কোনোদিন তার জন্মভিটায় ফিরে যেতে পারবেন কি না, জানেন না। তার মতো লাখ লাখ ফিলিস্তিনি মা কঠিন সময় পার করছেন। জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ জানিয়েছে, গাজায় অন্তত ১ লাখ ৫৫ হাজার অন্তঃসত্ত্বা মা পানিশূন্যতায় ভুগছেন।