ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিম্মি মুক্তি নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পাল্টা জবাব দিল হামাস লালমনিরহাটে মহাসড়কের গাছ চুরি, যুবদলের ৪ কর্মী আটক কুমিল্লায় কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি মোহনগঞ্জে দোকান ভাংচুর ও লুটপাট বাধাহীন দুর্নীতি করে চলছে গণপূর্তের দুই কর্মকর্তা! গণপূর্তের ৪ প্রকৌশলীর সিন্ডিকেট ভাঙতে পারেনি কেউ উত্তরার পলওয়েল মার্কেটে চুরি, এক মাসেও উদ্ধার হয়নি টাকা-স্বর্ণালংকার খালেদা জিয়ার সম্মানে কয়েক কিলোমিটারের মানব প্রাচীর কলেজের ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টানাল শিক্ষার্থীরা বিদেশ পালানোর সময় বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেফতার

সরকার পতনের দাবিতে রবিবার ভোর থেকে সপ্তম দফায় বিএনপির অবরোধ কর্মসূচি শুরু হবে। অবরোধ সফল করতে নেতাকর্মীদের ‘দুর্জয় সাহস’ নিয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এ আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “রবিবার থেকে আবারও নিরবিচ্ছিন্ন ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হবে। শান্তিপূর্ণ এ কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা দুর্জয় সাহস নিয়ে রাজপথে এগিয়ে যাবে। সবার অংশগ্রহণে এই আন্দোলন আরও বিস্তৃত, বেগবান ও তেজোদীপ্ত হবে।”

রিজভী আরও বলেন, “বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ এবং বিশ্বের গণতান্ত্রিক শক্তিও আর বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। এদের পতন হবেই।”

বিএনপির এই নেতা বলেন, “নির্বাচনকে এখন হাসি-তামাশা, বাণিজ্য ও প্রহসনে পরিণত করা হয়েছে। জনগণের কাছ থেকে তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে টার্গেট করে করে অর্থ এবং এমপি বানানোর প্রলোভনে কিংসপার্টি-ভুঁইফোড় পার্টিতে রাজনৈতিক নেতাদের ঢোকানো হচ্ছে।”

রিজভী বলেন, “কোনো নীতিবান, আদর্শবাদী, দেশপ্রেমী রাজনীতিককে তারা নির্বাচনে নিতে পারছে না। কতিপয় ডিগবাজিমার্কা-ভ্রষ্টচারী রাজনৈতিক ব্যক্তিকে নির্বাচনী রঙ্গমঞ্চের অভিনেতা বানাতে কব্জা করেছে।”

তিনি বলেন, “এই প্রতারক মাফিয়া সরকার একদিকে বলছে নির্বাচনে আসুন, অন্যদিকে বিএনপিসহ বিরোধী দলের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীসহ আন্দোলনে সক্রিয় ও সাহসী নেতাদের টার্গেট করে কারাদণ্ড দেওয়া হচ্ছে। নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে দুই বছরের নিচে কারো সাজা হচ্ছে না।”

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিম্মি মুক্তি নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পাল্টা জবাব দিল হামাস

আপডেট সময় ০৮:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

সরকার পতনের দাবিতে রবিবার ভোর থেকে সপ্তম দফায় বিএনপির অবরোধ কর্মসূচি শুরু হবে। অবরোধ সফল করতে নেতাকর্মীদের ‘দুর্জয় সাহস’ নিয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এ আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “রবিবার থেকে আবারও নিরবিচ্ছিন্ন ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হবে। শান্তিপূর্ণ এ কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা দুর্জয় সাহস নিয়ে রাজপথে এগিয়ে যাবে। সবার অংশগ্রহণে এই আন্দোলন আরও বিস্তৃত, বেগবান ও তেজোদীপ্ত হবে।”

রিজভী আরও বলেন, “বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ এবং বিশ্বের গণতান্ত্রিক শক্তিও আর বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। এদের পতন হবেই।”

বিএনপির এই নেতা বলেন, “নির্বাচনকে এখন হাসি-তামাশা, বাণিজ্য ও প্রহসনে পরিণত করা হয়েছে। জনগণের কাছ থেকে তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে টার্গেট করে করে অর্থ এবং এমপি বানানোর প্রলোভনে কিংসপার্টি-ভুঁইফোড় পার্টিতে রাজনৈতিক নেতাদের ঢোকানো হচ্ছে।”

রিজভী বলেন, “কোনো নীতিবান, আদর্শবাদী, দেশপ্রেমী রাজনীতিককে তারা নির্বাচনে নিতে পারছে না। কতিপয় ডিগবাজিমার্কা-ভ্রষ্টচারী রাজনৈতিক ব্যক্তিকে নির্বাচনী রঙ্গমঞ্চের অভিনেতা বানাতে কব্জা করেছে।”

তিনি বলেন, “এই প্রতারক মাফিয়া সরকার একদিকে বলছে নির্বাচনে আসুন, অন্যদিকে বিএনপিসহ বিরোধী দলের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীসহ আন্দোলনে সক্রিয় ও সাহসী নেতাদের টার্গেট করে কারাদণ্ড দেওয়া হচ্ছে। নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে দুই বছরের নিচে কারো সাজা হচ্ছে না।”