লালমনিরহাটে রাতের আঁধারে মহাসড়কের গাছ চুরির সময় হাতেনাতে যুবদলের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) রাতে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ইন্দ্রারপার এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মোকছেদ (৩৩), উজ্জ্বল (২৩), আশরাফুল (২৮) ও বুড়া মিয়া (২২)। তাঁরা ওই ইউনিয়নের গবাই (ভোলার চওড়া) গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট-রংপুর মহাসড়কের দুই পাশে বড় আকারের বেশ কিছু গাছ ছিল। দুর্বৃত্তরা সদরের বিমানবাহিনী এলাকা থেকে বড়বাড়ি পর্যন্ত প্রতিরাতে গাছ কেটে নিয়ে যায়। এই তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালায় সদর থানা-পুলিশ। এ সময় মহেন্দ্রনগর ইন্দ্রারপাড় এলাকায় গাছ কাটার সময় পুলিশ হাতেনাতে একজনকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ৩ জনকে আটক করা হয়। পুলিশ কেটে ফেলা গাছের কয়েকটি গুঁড়ি জব্দ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইন্দ্রারপার বাজারের একজন ব্যবসায়ী বলেন, দলের নাম ব্যবহার করে ৩/৪ মাস থেকে প্রায় ১৭/১৮ জনের একটি দল মহেন্দ্রনগর ইউনিয়নের বিভিন্ন রাস্তার গাছ রাতের আধারে চুরি করে কাটা শুরু করেছে। তারা বেশিরভাগই মাদকাসক্ত।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, রাতের আঁধারে মহাসড়কের গাছ কেটে নেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছি। জেলা পরিষদকে মামলা দিতে আহ্বান করা হয়েছে। তারা না দিলে পুলিশ বাদী হয়ে মামলা করা হবে।
লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার) ফিরোজ হোসেন বলেন, গাছ চুরির একটি ঘটনা শুনেছি। লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।