ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিকল্পনা শিল্পঘাতক: আইইএফ দেশীয় সিগারেট শিল্প বৈষম্যের শিকার জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান ‘নিত্যপণ্যে ভ্যাট বসিয়ে ফ্যাসিস্টের রাস্তায় হাঁটছে সরকার’ বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ চলতি বছরেই নির্বাচন সম্পন্ন করা জরুরি ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক অবশেষে হাইকোর্টের নির্দেশে বদরগঞ্জ পৌরসভার ঠিকাদারী কাজের টেন্ডার স্থগিত বদরগঞ্জে একতা ইটভাটার বৈধ কাগজপত্র না থাকায় দেড় লাখ টাকা জরিমানা

হামাসের হামলায় ইসরায়েলে এক উৎসবেই নিহত ২৫০

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে ইহুদিদের একটি উৎসবে অংশ নেওয়া আড়াই শতাধিক মানুষ রয়েছেন।

উদ্ধার সংস্থা জাকার বরাতে ব্রিটিশভিত্তিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কিবুতজ রেইমের কাছে নেগেভ মরুভূমিতে সুপারনোভা সংগীত উৎসবটি হচ্ছিল। সেখান থেকে ২৫০টির বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ভোরবেলার কিছু পর হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন উৎসবে অংশ নেওয়া প্রত্যক্ষদর্শী অরটেল নামের এক ইসরায়েলি নারী।

চ্যানেল ১২ -কে তিনি বলেন, ভোরের দিকে রকেট হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। এ সময় প্রচণ্ড গুলির শব্দ হয়। বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায় এবং হঠাৎ করেই তারা (হামাসযোদ্ধা) বন্দুকসহ ভেতরে প্রবেশ করে আর চারিদিকে গুলি চালায়।

 

তিনি বলেন, পঞ্চাশ ‘সন্ত্রাসী’ ভ্যানে করে আসে, তারা সবাই সামরিক ইউনিফর্মে ছিল।

তিনি বলতে থাকেন, প্রাণ বাঁচাতে লোকেরা বালির ওপর দিয়ে দৌড়ে যে যার গাড়িতে ওঠার চেষ্টা করছিল। যত দ্রুত সম্ভব উৎসবস্থল ছেড়ে পালানোর চেষ্টা করছিল তারা। সেসময় বন্দুকধারীদের ভরা জিপ থেকে গাড়িগুলিতে গুলি করা হয়। আমি একটি ঝোপের মধ্যে লুকিয়ে পড়ি এবং বোঝার চেষ্টা করি কি হচ্ছে। দেখলাম আহত লোকদের চারপাশে ছুঁড়ে ফেলা হচ্ছে।

হামাসযোদ্ধারা শহর ও গ্রামে অনুপ্রবেশ করে কয়েক ডজন ইসরাইলিকে জিম্মি করে বলেও জানান অরটেল।

উৎসব উপভোগ করতে আসা অ্যাডাম বেরেল গণমাধ্যম হারেৎজকে বলেছিলেন যে, উৎসবে আসা প্রত্যেকেই সচেতন ছিলেন যে, এলাকায় রকেট ফায়ারের সম্ভাবনা রয়েছে। কিন্তু হঠাৎ করে বন্দুকের গোলাগুলি সবাইকে হতবিহ্বল করে দেয়। আমিও আমার গাড়ি স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করেছিলাম। কিন্তু

বন্দুকধারীরা গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি দৌড়ে পালান বলে জানান।

বেরেল হাসপাতাল থেকে রয়টার্সকে বলেন, ‘আমি আমার পা নাড়াতে পারছিলাম না। পরে সৈন্যরা এসে আমাদের উদ্ধার করে ঝোপের কাছে নিয়ে যায়। ’

অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহত মানুষের চিকিৎসা দিতে গিয়ে গাজার হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

হামাসের হামলায় ইসরায়েলে এক উৎসবেই নিহত ২৫০

আপডেট সময় ১০:৩৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে ইহুদিদের একটি উৎসবে অংশ নেওয়া আড়াই শতাধিক মানুষ রয়েছেন।

উদ্ধার সংস্থা জাকার বরাতে ব্রিটিশভিত্তিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কিবুতজ রেইমের কাছে নেগেভ মরুভূমিতে সুপারনোভা সংগীত উৎসবটি হচ্ছিল। সেখান থেকে ২৫০টির বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ভোরবেলার কিছু পর হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন উৎসবে অংশ নেওয়া প্রত্যক্ষদর্শী অরটেল নামের এক ইসরায়েলি নারী।

চ্যানেল ১২ -কে তিনি বলেন, ভোরের দিকে রকেট হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। এ সময় প্রচণ্ড গুলির শব্দ হয়। বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায় এবং হঠাৎ করেই তারা (হামাসযোদ্ধা) বন্দুকসহ ভেতরে প্রবেশ করে আর চারিদিকে গুলি চালায়।

 

তিনি বলেন, পঞ্চাশ ‘সন্ত্রাসী’ ভ্যানে করে আসে, তারা সবাই সামরিক ইউনিফর্মে ছিল।

তিনি বলতে থাকেন, প্রাণ বাঁচাতে লোকেরা বালির ওপর দিয়ে দৌড়ে যে যার গাড়িতে ওঠার চেষ্টা করছিল। যত দ্রুত সম্ভব উৎসবস্থল ছেড়ে পালানোর চেষ্টা করছিল তারা। সেসময় বন্দুকধারীদের ভরা জিপ থেকে গাড়িগুলিতে গুলি করা হয়। আমি একটি ঝোপের মধ্যে লুকিয়ে পড়ি এবং বোঝার চেষ্টা করি কি হচ্ছে। দেখলাম আহত লোকদের চারপাশে ছুঁড়ে ফেলা হচ্ছে।

হামাসযোদ্ধারা শহর ও গ্রামে অনুপ্রবেশ করে কয়েক ডজন ইসরাইলিকে জিম্মি করে বলেও জানান অরটেল।

উৎসব উপভোগ করতে আসা অ্যাডাম বেরেল গণমাধ্যম হারেৎজকে বলেছিলেন যে, উৎসবে আসা প্রত্যেকেই সচেতন ছিলেন যে, এলাকায় রকেট ফায়ারের সম্ভাবনা রয়েছে। কিন্তু হঠাৎ করে বন্দুকের গোলাগুলি সবাইকে হতবিহ্বল করে দেয়। আমিও আমার গাড়ি স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করেছিলাম। কিন্তু

বন্দুকধারীরা গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি দৌড়ে পালান বলে জানান।

বেরেল হাসপাতাল থেকে রয়টার্সকে বলেন, ‘আমি আমার পা নাড়াতে পারছিলাম না। পরে সৈন্যরা এসে আমাদের উদ্ধার করে ঝোপের কাছে নিয়ে যায়। ’

অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহত মানুষের চিকিৎসা দিতে গিয়ে গাজার হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে।