উইন্ডোজের দুইটি ভার্সনের অপারেটিং সিস্টেমে ক্রোমের আর আপডেট দেবে না গুগল। সম্প্রতি ক্রোমের কমিউনিটি সাপোর্ট পেইজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমে কম্পিউটারের জন্য ক্রোমের আর আপডেট বা হালনাগাদ সংস্করণ দেবে না গুগল। উইন্ডোজ ৭-এ ওয়েব ব্রাউজার ক্রোম ব্যবহারকারীরা আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষবারের মতো আপডেট পাবেন।
তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, গুগলের এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়িকভাবে লাভবান হবে মাইক্রোসফ। কারণ মাইক্রোসফট সর্বশেষ উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম বাজারে আনার পরেও বিশ্বজুড়ে বিশাল সংখ্যক গ্রাহক এখনো উইন্ডোজ ৭ এর মতো পুরোনো সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহার করছে।
এখনো বিশ্বজুড়ে শুধু উইন্ডোজ ৭ এর অন্তত ১০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। অপরদিকে, ২০০৯ সালে সর্বপ্রথম বাজারে আসে উইন্ডোজ ৯। এরপর ২০২০ সালে উইন্ডোজের জন্য সবধরনের আপডেট দেওয়া বন্ধ করে দেয় এর মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
এরপরেও যারা উইন্ডোজ ৭ ব্যবহার করবেন তারা এমন একটি অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন যার জন্য কোনো আপডেট দেবে না এর মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট এবং যার ক্রোম ব্রাউজের জন্য কোনো আপডেট দেবে না এর মালিকানা প্রতিষ্ঠান গুগল।