জাপানে দুই বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী টোকিওর বিমানবন্দরে যাত্রীবাহী দুই বিমানের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ১১টার দিকে দুই বিমানের সংঘর্ষের এ ঘটনা ঘটে।
জাপানের পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড বলছে, দুর্ঘটনা কবলিত বিমান দুটির নাম তাইওয়ানের ইভা এয়ারওয়েজ (২৬১৮ টিডব্লিউ) ও থাই এয়ারওয়েজের (থাই বিকে)। বিমান দুটিতে মোট ৪৬০ জন যাত্রী ছিল। সংঘর্ষের ফলে থাই এয়ারওয়েজের বিমানের ডানার অংশ ভেঙে গেছে।
জানা যায়, দুর্ঘটনার পর বিমানবন্দরে কিছু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়। সংঘর্ষের ঘটনার পর বিমানবন্দরের চারটি রানওয়ের মধ্যে একটি রানওয়ে ১ ঘন্টা বন্ধ রাখা হয়।
এদিকে, সংঘর্ষের বিষয়ে তাইওয়ানের ইভা এয়ারওয়েজের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে জাপানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে বলে জানান থাই এয়ারওয়েজ।