ঈশ্বরদীতে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে প্রতিদিন রাতে কম্বল নিয়ে ছুটেন অসহায় ও শীতার্তদের মাঝে। সূত্র জানায় নিজস্ব অর্থায়ন আর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় সংগৃহকৃত কম্বল প্রতিদিন রাতে উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ের দায়িত্বরত নাইটগার্ড, ছিন্নমূল মানুষ, পাগল ও অসহায় শীতার্তদের মাঝে নিজেই উপস্থিত থেকে বিতরণ করেন।
গত কয়েকদিন ধরেই দেখা যায় রাতের টহলে বের হলেই ওসির গাড়িতে কম্বলের বান্ডিল। কৌতুহলী মনে জিজ্ঞেস করতেই ওসি শহিদুল ইসলাম শহীদ জানান, ঈশ্বরদীতে শীতের তীব্রতার কথা চিন্তা করেই অসহায় ও ছিন্নমূল মানুষের শীত নিবারণের জন্য সামান্য একটু প্রচেষ্টা মাত্র। তিনি আরো জানান প্রতিদিন রাতেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তার মোড়, দায়িত্বরত নাইট গার্ডসহ ছিন্নমূল ও অসহায় মানুষদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।প্রতিদিন রাতেই নিজ উদ্যোগে ওসি’র কম্বল বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন ঈশ্বরদীর সাধারণ মানুষ।