ইউক্রেনকে নতুন করে আরও ২০০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে আমেরিকা।
ইউক্রেন সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান চালিয়েছে। এ অবস্থায় ইউক্রেনের সেনাদের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্য নিয়ে এসব সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে।
গতকাল বৃহস্পতিবার একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ বলেছে, চলতি সপ্তাহেই সম্ভবত এ সংক্রান্ত ঘোষণা আসবে।
ওই কর্মকর্তা বলেন, ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভ-এর আওতায় মার্কিন সরকার এ সমস্ত অস্ত্র সরবরাহ করবে। এই আইনের আওতায় এর আগে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র দিয়েছে আমেরিকা।
নতুন এই অস্ত্র প্যাকেজে দুই ধরনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র থাকবে। এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শত্রুর ট্যাক্টিক্যাল ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম। এছাড়া, আমেরিকা ইউক্রেনের জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এমআইএম-২৩ হক ক্ষেপণাস্ত্র দেবে।
সম্প্রতি ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি বড় হামলা চালিয়েছে। অবশ্য সে সমস্ত হামলা সফলতার সঙ্গে মোকাবেলার দাবি করেছে রাশিয়া।
ইউক্রেনের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, তাদের আসল পাল্টা অভিযান এখনো শুরু হয়নি।
সূত্র : ব্লুমবার্গ