চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অধরা খান, দুজ’নই এই মুহুর্তে রয়েছেন বেশ আলোচনায়। ফেরদৌস অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা রয়েছে দশটি। আবার তিনি ঢাকা-১৭ আসনের জাতীয় সংসদ উপ-নির্বাচনে আওয়ামীলীগের হয়ে মনোনয়ন ফরম ক্রয় করেছেন। তিনি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। তাই এই মুহুর্তে ফেরদৌস রয়েছেন বেশ আলোচনায়। আবার এক সপ্তাহেরও বেশি আগে অধরা খান অভিনীত সৈকত নাসির পরিচালিত ‘সুলতানপুর’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এই সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা পাচ্ছেন অধরা খান। তিনিও রয়েছেন এই মুহুর্তে বেশ আলোচনায়। সময়ের দুই আলোচিত নায়ক নায়িকা অভিনয় করছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মণ্ড পরিচালিত ‘দখিনো দুয়ার’ সিনেমায়। ফেরদৌস ও অধরা জানান প্রায় শেষ সিনেমাটির কাজ। চলতি সপ্তাহে আবারো শুটিং-এ যাবেন তারা।
অধরা প্রসঙ্গে ফেরদৌস বলেন,‘ অধরা এবারই প্রথম আমার সঙ্গে কোনো সিনেমাতে অভিনয় করছে। ভালো অভিনয় করার আগ্রহে, চেষ্টা আছে তার। যেটা একজন অভিনয়শিল্পীর জন্য খুউব গুরুত্বপূর্ণ। ভালো কাজ করার আগ্রহ আছে বলেই সিরিয়াসলি দুখিনো দুয়ারে কাজ করছে। ক্যামেরার সামনে অভিনয় করার আগে ঠিকঠাকভাবে বুঝে নিয়ে অভিনয় করাটাই আসলে বুঝিয়ে দেয় একজন শিল্পীর অভিনয়ে ভালো করার ইচ্ছেটার বিষয়ে। অধরার জন্য শুভ কামনা রইলো।’ অধরা বলেন,‘ ফেরদৌস ভাই আমার ভীষণ ভীষণ প্রিয় একজন শিল্পী। তার অভিনীত অনেক সিনেমা দেখেছি আমি। তিনি দেশের বাইরেও অভিনয় করে সুনাম কুঁড়িয়েছেন। তার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য সত্যিই সৌভাগ্যের। তিনি ভীষণ সহযোগিতা পরায়ন একজন শিল্পী। তার কাছ থেকে টুকটাক অনেক কিছু শিখেছি। ভাইয়ার জন্য অনেক শুভ কামনা।’ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ ফেরদৌস পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। অধরা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে আতিকুর রহমান লাভুল পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’। বর্তমানে অপূর্ব রানার পরিচালনায় ‘দ্য রাইটার’ সিনেমাতেও কাজ করছেন অধরা।