একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নামের সাথে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাফা কবিরের নামের মিল থাকায় সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
অনেকে ধারণা করছেন, অভিনেত্রী সাফা লেখক শাহরিয়ার কবিরের মেয়ে। তবে বিষয়টি নাকচ করে দিলেন সাফা। জানালেন, তার মৃত্যু নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়েছে।
বেঁচে থাকার খবর জানিয়ে শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে সাফা লেখেন, ‘একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।’
তিনি আরও লেখেন, ‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।’