সরকারী অনুধানে অপু বিশ্বাস প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’র সব ধরনের কাজ শেষ। আগামী সপ্তাহের শুরুতেই সেন্সর ছাড় পত্রের জন্য সিনেমাটি জমা দিবেন অপু বিশ্বাস। যদি ঠিকঠাক ভাবে কোনোরকম ঝামেলা ছাড়া ‘লাল শাড়ি’ সেন্সর ছাড়পত্র পেয়ে যায় তাহলে আগামী ঈদেই মুক্তি পাবে তার ‘লাল শাড়ি’ সিনেমাটি। এমনটাই জানালেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ‘লাল শাড়ি’ সিনেমাটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস। অপু বিশ^াস বলেন,‘ আগামী ঈদে কমার্সিয়াল সিনেমা বলতে যা বোঝায় তা শুধু শাকিব খান অভিনীত প্রিয়তমাই মুক্তি পেতে যাচ্ছে।
বাকী আর কী কী সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তা নিয়ে আমি একদমই চিন্তিত নই। যে কারণে আমি আগামী সপ্তাহের শুরুতেই আমার প্রযোজিত লাল শাড়ি সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দিবো। যদি ঠিকঠাক ভাবে সেন্সর ছাড়পত্র পেয়ে যাই, তাহলে আগামী ঈদেই মুক্তি পাবে লাল শাড়ি। আমি সিনেমাটি মুক্তি দেবার জন্যও সব কিছু গুছিয়ে নিয়ে আসছি। আমার সঙ্গে যারা ছিলেন তারাও আমার পাশে আছেন, আমাকে সাহস দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। যে কারণে আমি আরো আশাবাদী হয়ে উঠেছি। বাকীটা দেখা যাবে। তবে সবার দোয়া চাই, আশীর্বাদ চাই যেন লাল শাড়ি’কে ঘিরে আমার স্বপ্ন পূরণ হয়।’ লাল শাড়ি’তে অপু বিশ্বাস’ র বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।
এদিকে কিছুদিন আগেই একটি ওটিটি প্লাটফরমে প্রকাশ পেলো অপু বিশ্বাস অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘ছায়াবাজি’। এটি নির্মাণ করেছেন সৈয়দ শাকিল। এতে অপু বিশ্বাস অভিনয় প্রশংসিত হচ্ছে। উল্লেখ্য, বন্ধন অপু বিশ্বাস-এর পরিচালনায় এর আগে অপু বিশ্বাস ‘ছায়া বৃক্ষ’ নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন। এদিকে শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘তাহাদের স্বর্গ’ নামের আরো একটি সিনেমাতে অভিনয় করার কথা রয়েছে। এর আগে একই পরিচালকের ‘প্রিয় কমলা’ সিনেমাতে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস ।