কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মো. নাসিবুর রহমান ওরফে নাসিব ও মো.সাজিদুল ইসলাম ওরফে পলাশ। বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল রাতে আমাদের একটি টিমের কাছে খবর আসে কামরাঙ্গীরচর থানার লোহার ব্রিজের দক্ষিণ মাথায় কয়েকজন মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার মো. নাসিবুর রহমানের নামে চট্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। এবার ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ায় আরো একটি মামলা যুক্ত হলো।