ভারতের রাজধানী নয়াদিল্লির তাপমাত্রা মাইনাসে নামলেও তুষারপাত হবে না বলে জানিয়েছে সেখানকার আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিন ধরে দিল্লিসহ উত্তর ভারতের একাধিক রাজ্যে জেঁকে বসেছে শীত। কোথাও কোথাও তাপমাত্রার পারদ নেমেছে ২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
ধারণা করা হচ্ছে, রাজধানীর তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নামাও অস্বাভাবিক নয়। তবে এমন পরিস্থিতি তৈরি হলে কি তুষারপাতের সাক্ষী হবে দিল্লি? সেই জল্পনার অবসান করে নয়াদিল্লির আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা বলেন, দিল্লির তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নামলেও তুষারপাত হওয়ার সম্ভাবনা নেই। ভৌগোলিক অবস্থানের পাশাপাশি এর পেছনে রয়েছে আবহাওয়া-সম্পর্কিত বেশ কিছু প্রযুক্তিগত কারণ।
পাশাপাশি তুষারপাতের জন্য ভূপৃষ্ঠের তাপমাত্রাও হিমাঙ্কের নিচে যেতে হবে। যা রাজধানী দিল্লিতে বিরল। কোনও এক নির্দিষ্ট সময়ে তাপমাত্রা শূন্যের নিচে থাকলেও তা দীর্ঘস্থায়ী হবে না। তাই তুষারপাতও হবে না বলে জানিয়েছেন তিনি।
সর্বশেষ গত মঙ্গলবার দিল্লির তাপমাত্রা নেমেছিল ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।