ভারতের গঢ়ওয়াল হিমালয়ের জোশিমঠ এবং এর আশপাশের এলাকা ধীরে ধীরে মাটিতে তলিয়ে যাচ্ছে। যার হার বছরে প্রায় আড়াই ইঞ্চি (সাড়ে ৬ সেন্টিমিটার)। আজ থেকে তিন বছর আগে এক সমীক্ষায় এই তথ্য প্রকাশিত হয়েছিল।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দেহরাদূনের সরকারি সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং-এর সেই সমীক্ষার রিপোর্টটি প্রকাশ্যে এনেছে ভারতীয় এক সংবাদমাধ্যম। নরেন্দ্র মোদির সরকার জোশিমঠের সমীক্ষার প্রাথমিক ফলটি দেখে সময়মত পদক্ষেপ নিলে আজ বিপর্যয়ের মুখোমুখি হতে হতো না বলেও দাবি করছেন বিশেষজ্ঞরা।
২০২০ সালের মার্চ থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত উপগ্রহচিত্র বিশ্লেষণ করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং-এর রিপোর্ট জানাচ্ছে, ওই সময় জোশিমঠ ও আশপাশের এলাকার পাহাড়ে অনেক ফাটল দেখা গিয়েছিল।
কিন্তু এরপরও কেন্দ্রীয় সংস্থা এনটিপিসির তপোবন জলবিদ্যুৎ প্রকল্পের উদ্দেশে সুড়ঙ্গ খোঁড়ার পাশাপাশি পাহাড়ের ভেতরে একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার কার্যক্রম বন্ধ করা হয়নি। এছাড়া মোদির স্বপ্নের চারধাম প্রকল্পে পাহাড় কেটে রাস্তা তৈরির কার্যক্রমও চলমান। যার পরিণতিতে বিপর্যয়ের মুখে পড়েছে বদ্রীধামের প্রবেশদ্বার।