ইউক্রেনের ডনবাসে শক্তিশালী হামলা চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। তাদের সঙ্গে যোগ দিয়েছে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপও। ডনবাসের গুরুত্বপূর্ণ সোলদার শহর দখলে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তারা।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (১০ জানুয়ারি) ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, রুশ সেনাদের পাশাপাশি সেখানে অংশ নিয়েছে কুখ্যাত ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের বিপুল সেনা। সোলদার ডনবাসের অন্যতম একটি বড় বাণিজ্যিক ও শিল্পোন্নত শহর। এটি আরেক গুরুত্বপূর্ণ শহর বাখমুতের পাশে অবস্থিত। বাখমুতে গত কয়েক সপ্তাহ ধরে তীব্র লড়াইয়ে লিপ্ত আছে রুশ ও ইউক্রেনের সেনারা।
ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালইয়ার সোমবার রুশ হামলার ব্যাপারে টেলিগ্রামে জানিয়েছেন, শহরটি দখল করার প্রথম প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে রাশিয়ার ওয়াগনার গ্রুপের সেনারা আবারও দ্রুত ফিরে আসে। সঙ্গে নিয়ে আসে বিপুল পরিমাণ অস্ত্র।
ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগিনি প্রিগোজিন গত শনিবার জানান তিনি বাখমুত শহর দখল করতে চান কারণ এ শহরের মাটির নিচে কিছু সুড়ঙ্গ আছে। যেখানে ট্যাংক, কামানসহ অন্যান্য অস্ত্র মজুদ করে রাখা যায়। তবে প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে রাশিয়া বা ইউক্রেন কোনো দেশই সাফল্য পাচ্ছে না বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞ ওলেহ ঝানোভ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি সোমবার রাতে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, সোলাদার শহরের কোনো ভবন আর অক্ষত নেই। সব ধসিয়ে দিয়েছে রুশ সেনারা। তবে তিনি জানিয়েছেন, এই লড়াইয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে রুশ সেনারাই এবং শহরের সব জায়গায় পড়ে আছে তাদের মরদেহ।