করোনা ভাইরাস প্রতিরোধে চীনে প্রায় তিন বছর ছিল বিভিন্ন বিধিনিষেধ। কিন্তু সাধারণ মানুষের বিক্ষোভের পর এগুলো তুলে দেওয়া হয়েছে।
বিধিনিষেধ তুলে দেওয়ার পর রোববার (৮ জানুয়ারি) চীনে শুরু হয়েছে ‘চুন ইয়ুন’ বা গণ ভ্রমণ। যা ৪০ দিন চলবে। বলা হচ্ছে, চীনের লুনার নতুন বছর উপলক্ষ্যে এ বছর চুন ইয়ুন চলাকালীন সময়ে ২০০ কোটি মানুষ ভ্রমণ করবেন। এ সময়ে সাধারণ চীনারা তাদের নিজস্ব বাড়িতে যান বা কোথাও ঘুরতে যান। আগামী ২১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে লুনার নতুন বছর শুরু হবে। তবে কোটি কোটি মানুষের ভ্রমণ করার বিষয়টিই এখন মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ধারণা করা হচ্ছে এর কারণে করোনার সংক্রমণ বাড়বে।
সাধারণ মানুষের বিক্ষোভের মুখে ২০২২ সালের ডিসেম্বরে সব বিধিনিষেধ তুলে দিতে বাধ্য হয় চীন। এসব বিধিনিষেধের কারণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ চীনের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে যায়। তবে এখন বিনিয়োগকারীদের আশা সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় তারা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।
চীনের যোগাযোগ মন্ত্রণালয় শুক্রবার (৬ জানুয়ারি) জানিয়েছে, লুনার নতুন বছর উপলক্ষ্যে আগামী ৪০ দিনের মধ্যে ২০০ কোটি যাত্রী যাতায়াত করবেন। যা ২০২২ সালের তুলনায় ৯৯ দশমিক ৫ ভাগ বেশি। তবে কোনো বিধিনিষেধ না থাকা সত্ত্বেও অনেকে বলছেন তারা ভ্রমণ করবেন না। মূলত বাড়ির বয়স্ক লোকদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিচ্ছেন তারা।