মোবাইল অ্যাপের অসতর্কতায় পপ তারকা বিলি আইলিশের ছোটবেলার বাড়ির ঠিকানা জেনে ফেলেছেন আমেরিকার প্রায় ২ লাখ বাসিন্দা।
আমেরিকার সংবাদমাধ্যম ভাইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনন্দবাজার। শনিবার এক খবরে ভাইস জানিয়েছে, সম্প্রতি লস অ্যাঞ্জেলসের হাইল্যান্ড পার্ক এলাকায় বিলির মা-বাবার বাড়িতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায়। ঘটনার তদন্তে শুরু করে লস অ্যাঞ্জেলস পুলিশ। তবে ওই ঘটনা নিয়ে সতর্কীকরণ বার্তা দিতে গিয়ে বিলির ছোটবেলার বাড়ির ঠিকানা প্রকাশ করে ফেলে ‘সিটিজেন’ নামে এক অ্যাপ। যা ওই বার্তার সঙ্গে পৌঁছে যায় ১ লাখ ৭৮ হাজার অ্যাপ ব্যবহারকারীর স্মার্টফোনে।
‘ভাইস’ আরও জানিয়েছে, ওই বাড়িটি যে পপতারকা বিলির, তা জানিয়ে দিয়েছে অ্যাপটি। পরে অবশ্য নিজের ভুল শুধরে নেয় তারা। যদিও ততক্ষণে প্রায় ২ লাখ বাসিন্দা জেনে গিয়েছে বিলির ছোটবেলার বাড়ির ঠিকানা। ‘সিটিজেন’ হলো এমন একটি অ্যাপ, যার মাধ্যমে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ফিলাডেলফিয়া, শিকাগোর মতো আমেরিকার বহু শহরের বাসিন্দারা নিজেদের এলাকায় সুরক্ষা সংক্রান্ত সতর্কীকরণ বার্তা পান।